বুধবার, ২৮ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ২৮ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের উদ্যোগে ও ব্লাক টু ব্লু সোসাইটি এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর যৌথ প্রোযোজনায় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় খুলশী থানাধীন উতলা সংঘের মাঠে আফজাল হোসেন রিফাতের সঞ্চালনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ সময় কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের সভাপতি হারিছা খানম সুখীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী ইমদাদুল ফারহান, আইনজীবী মোহাম্মদ বরকাতুল্লাহ খান,

২ টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী,

সভাপতি জাগ্ৰত যুব সংঘ সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন। এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আশলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাশেম এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ও ব্লাক টু ব্লু সোসাইটি নামে দুটি দল অংশগ্রহণ করে।

খেলার প্রথমার্ধে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর বিরতির পর কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত খেলায় আরও একটি গোল ছিনিয়ে আনতে সক্ষম হয়।

শেষে ২-০ গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়েরা।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন।

এর আগে এই টুর্নামেন্টে মেয়েদের ব্যাডমিন্টন খেলার একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রদান শেষে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও আশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্মী হারিছা খানম সুখী বলেন, বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরাই মোবাইলফোনে আসক্ত। তাই তাদেরকে মোবাইল ও অনলাইন গেইম থেকে ফিরিয়ে মাঠে ফিরিয়ে আনতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।

আগামীতেও ইনশাআল্লাহ আরও বৃহৎ পরিসরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো।