বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হলো  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় ভাই খুনের মামলায় নেশাখোর সোহেল গ্রেফতার

শেখ মাহতাব হোসেন
Update Time : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ায় আপন মেজ ভাইকে খুনের ঘটনায় নেশাখোর ছোট ভাই সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে আসামীকে তার বাড়ি এলাকা হাসানপুর থেকে গ্রেফতার করা হয়। সোমবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র্র করে হাসুয়া দিয়ে কুপিয়ে মেজ ভাই রুবেল কারিকরকে খুন করে সে। পরদিন মঙ্গলবার রাতে নিহত রুবেল এর স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় সোহেলকে আসামী করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য নির্ঘুম অভিযান চালাতে থাকে।

জানা যায়, হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ কারিকরের চার পুত্রের মধ্যে ছোট পুত্র সোহেল (২২) প্রায় সময় নেশাগ্রস্হ থাকে। ঘটনারদিন সোমবার বিকালে সোহেল টয়লেটে যায়। ওই সময় তার ভাবী (মামলার বাদী) টয়লেটের পাশে টিউবওয়েলে থালা-বাসন পরিস্কার করছিলেন। বাসনের ঘষামাজায় বিরক্ত হয়ে টয়লেট থেকে বের হয়েই আছড়ে বদনা ভেঙ্গে ফেলে সোহেল। মূলত এই নিয়ে মেজ ভাই (নিহত) ও ভাবীর সাথে তুমুল তর্কাতর্কি হয়। একপর্যায়ে ঘর থেকে হাসুয়া বের করে মেজ ভাইয়ের (রুবেল কারিকর) মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্হানীয়রা মুমূর্ষ অবস্হায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে রুবেলকে মৃত্যু বলে ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, মাদক মানুষের মস্তিষ্কবিকৃতি করে ফেলে। যেমনটা হাসানপুরে হয়েছে। আসামী সোহেলকে গ্রেফতার করতে পুলিশ নির্ঘুম রাত কাটিয়েছে। অবশেষে জনতার তথ্যের ভিত্তিতে তার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী খুনের ঘটনা স্বীকার করেছে। সে একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী।