সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ ,
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পুলিন বিহারী বড়ুয়ার পারলৌকিক নির্বাণ কামনায়বাৎসরিক অষ্টপরিষ্কারসহ সংঘদান 

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাঙ্গুনীয়া উপজেলাধীন দক্ষিণ রাজানগর দেওয়ান বাজার গ্রাম (রাজভান্ডার বাড়ি)-এর স্বর্গীয় বেনী মাধব বড়ুয়া এবং স্বর্গীয়া কুমদীনি বালা বড়ুয়ার ২য় সন্তান রাজানগর রাজবিহার এবং দেওয়ান বাজার বেনুবন বিহারের ধার্মিক উপাসক স্বর্গীয় পুলিন বিহারী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের তিন পুত্র রুপায়ন বড়ুয়া, সুপায়ন বড়ুয়া, নিদায়ন বড়ুয়া এবং চার কন্যা শুক্লা বড়ুয়া, সুপ্তা বড়ুয়া, তানিয়া বড়ুয়া এবং সুইটি বড়ুয়ার উদ্যোগে গতকাল ৮ নভেম্বার শুক্রবার মহতী অষ্টপরিষ্কার, মহা সংঘদান এবং জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি, রাঙ্গুনীয়া আঞ্চলিক সংঘনায়ক শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে এবং প্রধান ধর্মদেশক বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাস্থবির এবং প্রাজ্ঞ ভিক্ষু সংঘের উপস্থিতিতে দানাদি কর্ম সম্পাদিত হয়। অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত বিপুল বংশস্থবির। বিশেষ অতিথি ছিলেন ঘাগরাকুল সাধনানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকমিত্র মহাস্থবির ও কদমতলী ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপংকর স্থবির। মহতী সংঘদানের উদ্বোধক ছিলেন সাতঘরিয়াপাড়া শান্তিপুঞ্জ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির। বিশেষ ধর্মালোচক ছিলেন নজরের টিলা ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ স্থবির, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল স্থবির, উত্তর ডাবুয়া বেণুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসাক্ষ্য স্থবির, রাজঘাটা সার্বজনীন ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সুনীতিপ্রিয় ভিক্ষু, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বৌদ্ধনেতা জে বি এস আনন্দবোধি ভিক্ষু, গহিরা অঙ্কুরিঘোনা জেতবন বিহারের আবাসিক ভদন্ত তরুণীপুত্র ভিক্ষু।

উক্ত অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাস্থবির তাঁর দেশনায় পিতা এবং মাতার প্রতি শ্রদ্ধাশীল সন্তান ইহকালে এবং পরকালে শান্তি সুখে বসবাস করে এবং সমাজে সকলে কাছে শ্রদ্ধার পাত্র হন মর্মে দেশনা প্রদান করেন। সংঘদানে ভিক্ষু সংঘরা বলেন, ধর্মীয় অনুশাসনে জীবন গঠনের মধ্য দিয়ে পরিনির্বাণ ও সুখশান্তি অর্জন সম্ভব। সকল বৌদ্ধ নরনারীকে বৌদ্ধ অনুশাসন মেনে চলে জীবন গঠনের মধ্য দিয়ে আত্ম সুখ-শান্তি লাভ করা এবং পরিনির্বাণের লক্ষ্য অর্জনের আহ্বান জানান।