শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জের মুকসুদপুরে কাগজপত্র বিহীন ট্রাকসহ সার উদ্ধার করেছে পুলিশ

শিহাব উদ্দিন
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি,

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা এলাকা থেকে কাগজ পত্র বিহীন ট্রাকসহ ৪৬০ বস্তা সার উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ ।

জানা গেছে, রাতে বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি.) সার ট্রাকে করে নং- চুয়াডাঙ্গা ট-১১-০৭৪১ আসছিল। দ্রæত গতিতে চলছিল ট্রাকটি পথে মধ্যে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকের হাট ব্রীজের উত্তর পাশে দাড়িয়ে থাকা পথচারীর শরীরে ট্রাকের চাকার কাদামাটি গিয়ে লাগে। স্থানীয়রা মটর সাইকেল যোগে সার ভর্তি ট্রাকের পিছু নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটি আটকে দেয় । স্থানীয়রা ও ট্রাকে চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মুকসুদপুর থানার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আই.সি রাকিবুল ইসলাম রাত ১ টার দিকে ঘটনা স্থলে আসে। ট্রাকের চালকের কাছে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র চাইলে দেখাতে না পারায় সারভর্তি ট্রাক সহ মুকসুদপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আবু তালেব রিপন ও হেলপার সহজকে সারসহ ট্রাকটি পুলিশ অটক করেছে।

এ বিষয়ে সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি) সার নিয়ে একটি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল,পথিমধ্যে জনতার খবর পেয়ে বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটিতে থাকা সারের কাগজ পত্র চাইলে ট্রাকের চালক তা দেখাতে না পারায় সারভর্তি ট্রাকটি আটক করে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে ।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল কালবেলাকে জানান, রাতে আমাদের সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই সি রাকিবুল ইসলাম বরইতলা বাসষ্টানন্ড এলাকা থেকে কাগজ পত্র বিহীন একটি ট্রাক সারভর্তি আটক করে নিয়ে আসে। আমাদের ধারনা,সার গুলো কালো বাজারে বিক্রয় করার জন্য বরিশাল থেকে ফরিদপুর যাচ্ছিল । ট্রাকের চালক ,হেলপার ও সারসহ আটক করা হয়েছে । মামলার প্রস্থুুতি চলছে ।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো,মিজানুর রহমান কালবেলাকে বলেন, গোপালগঞ্জের পুলিশ সজাগ দিষ্টিতে রয়েছে। কোন অবৈধ কিছু পার পাওয়ার সুযোগ নেই ।

এ দিকে আবার রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা মামলার আসামী :- মাদক ব্যাবসায়ী ও ৩১ মামলার আসামী মুত কুরা রনিকে আটক করেছে।