সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোটালী পাড়ায় শেখ হাসিনার সুসাস্থ কামনা করে গাজী পিরের পালা গান অনুষ্ঠিত।

- শেখ কামরুজ্জামান( রানা)।
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

 

কোটালী পাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি – শেখ কামরুজ্জামান( রানা)।

 

গোপালগঞ্জের কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসাস্থ কামনা করে গ্রামগঞ্জের ঐতিহ্য বাহি দয়াল পির গাজী কালুর পালা গান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার রাধাগন্জ ইউনিয়নের দেবগ্রামে ফারুক মিয়ার বাড়ীতে এ গাজীর পালা গান অনুষ্ঠিত হয়।

রাধাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওর্য়াডের আওয়ামী যুবলীগের সভাপতি আফজাল শেখ এ পালা গানের আয়জন করেন। গাজী কালুর গানের অভিনয় শিল্পী

বাগের হাট জেলার সুমন মিয়ার দল প্রায় দশ জন নারী ও পরুষ মিলে এ দয়াল পির গাজীর গান পরিবেশন করেন।

বিগত দিনে গ্রামগঞ্জের মানুষ বিপদ, আপদ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ নানা বিধ সমস্যায় পতিত হলে তখোন এই দয়াল পির গাজীর নামে গান দিলে নাকি আল্লার ইচ্ছায় সকল সমস্যার সমাধান হয়ে যেত বলে জনশ্রুতি রয়েছে।

৫ নং ওয়াড যুবলীগের সভাপতি আফজাল শেখ বলেন,জননেত্রী শেখ হাসিনা যেখানে থাকুক সে জেন ভালো থাকে। আমি শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী, আমার আশা জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে ফিরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং এই বাংলাদেশকে একটি সুন্দর গণতন্ত্র উপর দিয়ে এই দেশটাকে সকল প্রকার অরাজনৈতিক অবস্থা থেকে মুক্তি দিবে। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়