সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের 

আলী আজগর পনির
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের

 

আলী আজগর (পনির) নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খানের মেয়ে তসিবা খানম ওয়ারিশ সূত্রে পাওয়া তার প্রাপ্য সম্পত্তির অধিকার চাইতে গেলে তারই আপন চাচা নজরুল ইসলাম ও নিকট আত্মীয়দের হাতে লাঞ্চিত হয়। তসিবার ভাই ওবায়দুর রহমান খান রাহাত এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে থানায় দেওয়া হয় অভিযোগ।

 

এ বিষয়ে রাহাত জানায়, আমার বোন তসিবা চাচা নজরুল ইসলাম খানের কাছে জমির হিস্যা চাইতে গেলে আমার সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায়, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ঐ দিন আমাদের সাথে পুলিশও ছিলো। পুলিশের সাথে কথা বল্লে সব জানতে পারবেন। আমাকে সমাজে হেয় করতে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

তসিবা জানায়, চাচা নজরুল ইসলাম খান আমার হিস্যার জমি তো দিচ্ছেই না, উল্টো আমার ভাইকে সমাজে বকাটে-সন্ত্রাসী বানাতে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে পত্রিকায় অসত্য-বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। চাচা নজরুল ইসলাম হিস্যার বেশি জমি বিক্রি করেও ৭ শতাংশ জমি দখল করে রেখেছেন। কিন্তু আমার জমি তিনি বুঝিয়ে দিচ্ছেন না। আমি ইউএনও স্যারের কাছে বিচার চেয়ে দরখাস্ত দিয়েছি।

 

এ ব্যাপারে নজরুল ইসলাম খান জানান, ৭ শতাংশ নয়, ৬ শতাংশ জমিতে আমি বসবাস করছি। রাহাত, তসিবা ও তার মা তাদের হিস্যার চাইতে বেশি জমি বিক্রি করে দিয়েছে। তারপরও তারা আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি থানার আশ্রয় নিয়েছি।

 

এসআই খুর্শেদ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ও এসআই মুখলেছুর রহমান তদন্তের সার্থে ঘটনা স্থলে গিয়েছিলাম। রাহাত বা তসিবা নজরুল ইসলামকে হুমকি দিতে শুনিনি।