শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
বিশ্বের বিভিন্ন দেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনে সম্পৃক্ত কোটি কোটি সাধারণ সদনস্য, নেতৃবৃন্দ ও ক্রেডিট ইউনিয়নে কর্মরত পেশাজীবীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দিবসটি পালন করে আসছে। এ বছর আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের মূলসুর নির্ধারণ করা হয়েছে “One World through Cooperative finance”; যা বাংলায় “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি”। প্রতিপাদ্যের ভাবার্থ হচ্ছে-বর্তমান বিশ্বে মানুষে মানুষে বিভক্তি এবং সংঘাত বেড়েই চলছে এবং তা ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদ্যাপনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা, সদস্য মালিকানার স্বীকৃতি, সদস্যদের মধ্যে সংহতি, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ক্রেডিট ইউনিয়নে স্বচ্ছতা, দরিদ্র তথা স্বল্প আয়ের সদস্যদেরকে আর্থিকভাবে সফলতা অর্জনে সম্মিলিত প্রয়াস, সামাজিক স্থিতিশীলতা ইত্যাদি বজায় রাখতে সহায়তা করে। মূলত: এবারের প্রতিপাদ্যে একবিশ্ব শব্দটির উপরই অধিকতর গুরুত্বারোপ করা হয়েছে। আর এই একবিশ্ব শব্দটি দ্বারা বৈষম্যহীন, শোষনমুক্ত একটি পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমাদের তথা বিশ্ব সমাজে ব্যক্তির আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সকল বৈষম্যের সৃষ্টি হয়। তাই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও শোষণমুক্ত একবিশ্ব গড়াই এবারকার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের অন্তর্নিহিত তাৎপর্য।