শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা গোবিন্দ জিউ মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদে দুর্গা উৎসব। নাচ গানের মধ্য দিয়ে রাজারদিঘি পুকুরে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। বিবাহিত নারী পুরুষেরা সিঁদুর খেলায় মেতে উঠেন এবং একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। তারা এ সিদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। মুখ রঙ্গিন করে হাসিমুখে দুর্গা মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। দুর্গা মাকে বিদায় জানানোর আগ পর্যন্ত সকলেই আনন্দ উল্লাসে সিঁদুর খেলায় মেতে উঠেন। নিরব গণমাধ্যম কর্মীদের জানান শান্তির শৃংখলভাবে এবার আমরা দুর্গা উৎসব পালন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি। সর্বশেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গা উৎসব সমাপ্তি হয়।