শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
কোটালীপাড়া প্রতিনিধি: – শেখ কামরুজ্জামান (রানা)।
সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কোটালীপাড়ায় এ বছর ৩২৫ টি পূজা উদযাপন হয়।আজ ১০ অক্টোবর রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী দুর্গাপূজা উৎসবের অষ্টমীতে কোটালী পাড়ার কেন্দ্রীয় পূজা মন্ডপ গুলি পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মাজাহার আল কবির খোকন। এ সময় গোপালগঞ্জের সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লেফটেন কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম।মেজর মোহাম্মদ আকিবুর রহমান রুসাত। ক্যাপ্টেন আসিফ। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।কোটালী পাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ পূজা পরিদর্শন কমিটির সভাপতি – সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দ।
এসময় পূজা পরিদর্শন কমিটির কর্মকর্তা বিন্দুসহ ব্রিগেডিয়ার জেনারেল মাজাহার আল কবির খোকন বলেন পূজায় যদি কেউ কোন প্রকার বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে তাৎক্ষণিক আমাদের আর্মির হট লাইনে যোগাযোগ করবেন।আমাদের টিম কঠিন পদক্ষেপ গ্রহণ করবে।