শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পাট পণ্য ব্যবহার করি পাট শিল্প রক্ষা করি।

শেখ কামরুজ্জামান (রানা)
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

 

 

কোটালীপাড়া প্রতিনিধি :-শেখ কামরুজ্জামান (রানা)।

গোপালগঞ্জের কোটালী পাড়ার ঘাঘরবাজার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য এক্সকিউজটিভ ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট অভিযান

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর আইনের অধীনে ধান চাল গম- ভুট্টা,সার,চিনি, মরিচ,হলুদ,পিঁয়াজ.আদা, রসুন ডাল ধনিয়া আটা, ময়দা পোল্টি,ফিড,ফিস ফিড, ও তুষ-খুদ- কুড়া মোরোকি করনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক।

কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উপরোক্ত পণ্যে পলিথিনের বস্তার মোরক ব্যবহার করায় সমস্ত ভোগ্য পণ্যের গুণগত মান নষ্ট হয়। বারবার সতর্ক করা সত্ত্বেও ঘাগর বাজারের ব্যবসায়ীদের পলিথিন বস্তা ব্যবহার বন্ধ না করায় গোপালগঞ্জ জেলার পজিকিউশন অফিসার মোঃ লুৎফর রহমান পাটকর্মকর্তা ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট জনাব নন্টি পোদ্দার এর নেতৃত্বে আনসার সদস্যদের সাথে নিয়ে ঘাঘর বাজারের অন্নপূর্ণা ভান্ডার,-শ্রীকৃষ্ণ ভান্ডার সুমনের চাউলের আড়তসহ প্রায় ১০ থেকে ১১ টি দোকানে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটের কাছে এ ব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি সাংবাদিকদের বলেন পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এ উল্লেখ আছে আইন ভঙ্গ করলে ০১ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।