শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর

মোঃ শিহাব উদ্দিন
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ।

 

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের তৌফিক সিকদার ও তার পরিবার ছেলে শান্ত(১৪)এই প্রতিবন্ধীতাকে ব্যবহার করে প্রতারণা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এক পরিবার। পরিবারের সদস্যরা প্রথমে প্রতিবন্ধী ছেলেকে দিয়ে চুরি করায়, ধরা পড়লে চুরির জিনিস ফেরত না দিয়ে উলটো বিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করে। শান্ত প্রতিবন্দীতাকেই তার পরিবার প্রতারণার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বলে জানান এলাকাবাসী।

এ ব্যপারে পাইককান্দি বাজারের ব্যবসায়ী আকবর সরদারের ছেলে রিফাত সরদার নামক এক ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের বলেন, গত ১৬ আগস্ট শুক্রবার আমার বাবা দোকান ঘর থেকে বেরিয়ে ডিম আনতে যায়, সে ফিরে এসে ক্যাশ বক্সে টাকা না দেখতে পেয়ে খোজা খুঁজি করার সময় আমাদের মসজিদের হুজুর প্রতিবন্ধী শান্তকে আমাদের দোকান থেকে বের হতে দেখেছে বলে জানান। দোকানে কাউকে না দেখে সুযোগ বুঝে বুদ্ধিমান প্রতিবন্ধী শান্ত দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নেয়। বাবা রাতে এলাকার মুরব্বিদের নিয়ে ওদের বাড়িতে যায়। শান্ত ঘরের ভিতরে ছিল কিন্তু তার মা ছেলে বাড়িতে নেই বলে জানান। কিছুক্ষণ পরে আবার এসে ওকে তার ঘরের মধ্যেই পাওয়া যায়।

প্রথমে শান্ত টাকা নেওয়ার কথাটা অস্বীকার করে, হুজুর তাকে দেখে ফেলেছে শুনে সে স্বীকার করে টাকাটা ঘরে রাখে নাই, অন্য কোথাও রেখেছে বলে সম্মতি প্রকাশ করে।পরে সকলে তাকে নিয়ে টাকার সন্ধানে বের হলে সে আমাদের দোকানে নিয়ে তোশকের নিচে রেখেছে বলে জানায়। ওখানে গিয়ে না পেয়ে আমার বাবা স্থানীয় মুরব্বিদের ডেকে সালিশ সভা বসায়। সালিশির সিদ্ধান্ত মোতাবেক চুরি হওয়া ২২ হাজার টাকার মধ্যে ১১ হাজার টাকা ফেরত দিতে রাজি হয় প্রতিবন্দীর পরিবার। ২দিন পর টাকা চাইতে গেলে শান্তর মা জরিমানার টাকা দিতে অস্বীকার করেন। পরে শান্তর পরিবার ছেলেকে মারধর করে ঘুমের ঔষধ খাইয়ে অসুস্থ করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পৌঁছানো এবং বলেন ওর ছেলে বিষ খেয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীকে ওয়াশের জন্য প্রেরণ করেন। ওয়াশ করার পর তার শরীরে বিষের আলামত না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের উপস্থিত ডাক্তারের তথ্য অনুযায়ী প্রকৃত সনদ প্রেরণ করেন। ওরা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট মামলার উপযোগী করতে না পেরে দুঃসম্পর্কের আত্মীয় কিছু সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করান। ওরা ওদের প্রতিবন্ধী ছেলেকে দেখিয়ে ঘটনার ১১ দিন পর মামলা দায়ের করে। তিনি আরো বলেন, এই প্রতিবন্ধী ছেলে আগেও একই গ্রামের এক খামারির ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছে। এ ব্যপারে এলাকাবাসী অবগত আছে।শান্ত সিকদারের পরিবারের আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে আমি ও আমার পরিবার ভোগান্তিতে আছি।

প্রশাসনের নিকট আমার একটাই দাবি ব্যপারটি আমলে নিয়ে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনে বিচারের ব্যবস্থা গ্রহন করা হোক ।

চুরির ঘটনা প্রতিবন্ধী ছেলের নাম একাধিক বার হওয়ায় ব্যাপারটির গভীর তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। ব্যপারটি আমলে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।