সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পায়তারা করছে 

 মোঃ রুহুল আমিন রাজু
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

 

 

 

 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, একটি মহল দূর্গাপুজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। কেউ যাতে বিএনপির নামে বিশৃঙ্খলা না করতে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

 

রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ওয়ারেছ আলী মামুন বলেন, পূজামণ্ডপ গুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির সদস্যরা পূজা কমিটির সমন্বয়কদের সাথে সার্বক্ষনিক কাজ করবে।

 

 

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মন্ডপগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নির্দেশ দিয়েছে। আমরা আর নির্দেশে সবাই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।

 

 

জামালপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

 

 

মতবিনিময় সভা শেষে জামালপুর সদর ও পৌরসভার ৪৬ টি পুজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে অনুদান তুলে দেয়া হয়।