সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পায়তারা করছে 

 মোঃ রুহুল আমিন রাজু
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

 

 

 

 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, একটি মহল দূর্গাপুজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। কেউ যাতে বিএনপির নামে বিশৃঙ্খলা না করতে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

 

রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ওয়ারেছ আলী মামুন বলেন, পূজামণ্ডপ গুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির সদস্যরা পূজা কমিটির সমন্বয়কদের সাথে সার্বক্ষনিক কাজ করবে।

 

 

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মন্ডপগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নির্দেশ দিয়েছে। আমরা আর নির্দেশে সবাই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।

 

 

জামালপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

 

 

মতবিনিময় সভা শেষে জামালপুর সদর ও পৌরসভার ৪৬ টি পুজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে অনুদান তুলে দেয়া হয়।