সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
গাবুরা প্রতিনিধি:
গাবুরা মেগা প্রকল্পের চলমান কাজের নিয়োজিত বালুর বস্তা ফেলার পল্টুন এর নোঙ্গর হারিয়ে যায় তা উদ্ধারে খুলনা থেকে আগত ডুবুরী দল ২৩ শে সেপ্টেম্বর বেলা ৩ টার দিকে অনুসন্ধান চালাতে থাকে এক পর্যায়ে মিজানুর রহমান নামে এক ডুবিরী পানির নিচে নিখোজ হন, অনেক খোঁজাখুঁজির পরেও স্হানিয় লোকজন নিরুপায় হয়ে ডুবুরি দল, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের খবর দিলে তারা ২৪ শে সেপ্টেম্বর সকাল থেকে নদীর বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তার লাশের কোন খোঁজ পাইনাই কিন্তু সেখানে তারা অবস্থান করে অনুসন্ধান চলমান রাখে। আজ ২৫ সেপ্টেম্বর ১০ ঘটিকায় গাগড়ামারী নামক নদীর চরে একটি লাশ দেখতে পায় লোকজন, লাশের পাশে গিয়ে স্থানীয় লোকজন ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চিত হয় যে এটি ডুবুরী মিজানের লাশ,পরবর্তীতে ময়নাতদন্ত অন্যন্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস লাশটি হেফাজতে নিয়ে যায়।