রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম:
ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী রুবেলের দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর 

নরুন নবী
Update Time : রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

 

 

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী :  রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি করা শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে (৪১) দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে রুবেলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো: ফয়সল তারেক।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রুবেলকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

ওই সময় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুবেলের নামে এরইমধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ওই দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর বৃহস্পতিবার রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র বলছে, প্রথম দফার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর রুবেল জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদকালে কান্নাকাটি করেছেন রুবেল এবং নিজেকে রাজনীতিতে জড়ানোয় অনুতাপ প্রকাশ করেছেন।

রুবেল পুলিশ সদস্যদের জানিয়েছেন, এর চেয়ে বাদাম বিক্রি করে খেলেও ভালো করতেন। তাহলে অন্তত এমন বিপদ এড়ানো যেত বলেও জানিয়েছেন।