সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া মোবাইলসহ যুবক গ্রেফতার 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ রবিউল হাসান অপি নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের বসতঘর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

 

রবিউল হাসান অপি (২৫) চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ির মো. বেলাল হোসেনের ছেলে।

 

জানা যায় , গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে রবিউল হাসান অপির বসতঘর থেকে চাটখিল থানা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি রেইন কোট ও দুটি চার্জার উদ্ধার করে।

 

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর চাটখিল থানায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নেয় দুর্বৃত্তরা। গ্রেফতারকৃত অপির বসতঘর থেকে থানা থেকে লুট হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাকে সোমবার বিকেলে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ওসি আরো বলেন, আমাদের চাটখিল থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। যে কারণে অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।