সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আটপাড়ার জাতীয়তাবাদী এক সাহসী যোদ্ধার নাম ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ 

আলী আজগর পনির
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

 

 

আটপাড়া (নেত্রকোনা)  প্রতিনিধি: আলী আজগর পনির

 

 

 

নেত্রকোনার আটপাড়ায় আলোচনা  চলছে এক সাহসী যোদ্ধা ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ এঁর নাম। উপজেলার স্বল্প শুনই গ্রামের  এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ময়মনসিংহ শহরে প্রাথমিক শিক্ষা নিয়ে  বেড়ে  উঠা এই যোদ্ধা মাধ্যমিক পাঠ সম্পন্ন করেন ঢাকায়। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে শিক্ষা জীবন সম্পন্ন করেন।

 

তিনি নেত্রকোনা জেলা বি এন পি’র যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকার অলিগলিতে ছুটে বেড়িয়েছেন স্বেচ্ছাসেবক দল কে সুসংগঠিত ও দলের নেতাকর্মীদের সাহস যোগাতে। আওয়ামী সরকারের আমলে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সহিত কুমিল্লা বিভাগের বিগত সরকার বিরোধী আন্দোলনে দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এছাড়াও তিনি সারা দেশে বিগত সরকার বিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে নিজেকে জড়িয়ে  রেখে কর্মীদর সাহস যোগীয়েছেন। রাত দিন  দলের হয়ে কাজ করতে যেয়ে  অনেক মিথ্যা মামলার  আসামী এবং জেল কাটতে  হয়েছে তাকে।সাম্প্রতিক সময়ে অসময়ে  দেশের ১৩জেলায় বয়ে যাওয়া বন্যায় দলের হয়ে বানভাসি মানুষের পাশে  অগ্রভাগে থেকে কাজ করে দলের নীতি নির্ধাকদের কাছে আস্হা কুড়িয়েচেন তিনি। এখানে উল্লেখ্য যে, তিনি বিগত সময়ে নেত্রকোনা -৩ (আটপাড়া -কেদুয়া) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে ছিলেন।  সৎ ও ক্নিন ইমেজের অধিকারী এই সাহসী নেতা ইতিমধ্যে আটপাড়া -কেন্দুয়ার দলের ও দলের বাহিরেও বহুু মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করছেন।

 

এবিষয়ে  তাঁর লক্ষ্য কি জানতে চাইলে প্রতিবেদক কে জানান,সমাজের প্রতিটি স্তরে বৈশম্য দূর করে আগামী দিনে সকলে মিলে যাতে আমরা সুন্দর ও শান্তিপূর্ণ একটি সমাজ এবং দেশ গঠন করতে পারি। এটাই আমার মূল লক্ষ্য।