সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসিল্যান্ড

মো:মেহেদী হাসান ফুয়াদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

 

“দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেই বন্ধ করতে হবে বাল্যবিবাহ” -এই শ্লোগানকে সামনে রেখে ২ সেপ্টেম্বর সোমবার শহরের লালুপাড়াস্থ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করণীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আলমগীর হায়দার, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুস ছাত্তার ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায়। স্বাগত ও বিষয় ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, কাজী ও ম্যারেজ রেজিষ্ট্রার, গ্রাম-নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি, ভিজিল্যান্ডস কমিটি, কিশোরী ক্লাব, বাল্যবিবাহ নিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, শিশুশ্রম মনিটরিং কমিটি, শিশু ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহনে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ ও আমাদের করণীয় এবং চলতি মাস সেপ্টেম্বর মাসের ২০ তারিখের মধ্যে ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা যথাক্রমে ১নং চেহেলগাজী, আউলিয়াপুর ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন, শশরা ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় নেতা মদন মহন্ত, মুসলিম ধর্মীয় নেতা মামুনুর রশিদ মামুন, এনজিও ব্যক্তিত্ব, আব্দুল হামিদ, ব্রাকের প্রতিনিধি সামিরা ইসলাম, পল্লীশ্রীর কো-অর্ডিনেটর রওনক আরা হক নীপা, এমবিএসকে’র প্রতিনিধি মোর্শেদা পারভীন মলি। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার সদর সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহমান বলেন, শুধুমাত্র সচেতনতার অভাবে আমাদের দেশে এখনো একান্ন ভাগ বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন প্রতিটি পরিবারের সার্বিক অবস্থা তৃণমূল পর্যায়ে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে একটি ডাটাবেজ তৈরি করবে। যাতে এই সেপ্টেম্বর মাসের ২০ তারিখে প্রশাসনিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘোষনা দিতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই একদিন বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস।