শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোঃ মামুন খান
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার সরকারি বাকেরগঞ্জ কলেজের অধ্যক্ষ শুক্রা রানী হালদার পদত্যাগ করছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১ টায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকেই কলেজ চত্বরে অবস্থান নেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ শুক্রা রানী হালদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের চাপে মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।