সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি হাজী রহিম উল্যাহ

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : অবশেষে ফেনী জেলার সোনাগাজী থানাধীন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মনোয়ারা বেগম (সীমা)কে একটি টিন ও কাঠের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিলেন- ফেনী-৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, অনেক মসজিদ মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছি, এতিমখানায় সহযোগিতা করেছি, কিন্তু এই অসহায় সীমার পরিবারকে আমি বিভিন্ন সময় টুকটাক আর্থিক সহায়তা করলেও তার এই দুরাবস্থার কথা কেউ আমার নজরে দেয়নি। তিনি বলেন- গাজী হানিফ নামক ফেসবুক আইডিতে “পিতৃ-মাতৃহীন অসহায় মনোয়ারা বেগমের একটি ঘর প্রয়োজন” শিরোনামের সংবাদটি চোখে পড়ায় মনোয়ারা বেগম সীমার দুরাবস্থার কথা তিনি জানতে পেরেছেন।
শীঘ্রই মনোয়ারা বেগম সীমা’র পরিবারের বসবাসের জন্য টিন ও কাঠের একটি ঘর করে দিবেন বলে জানিয়েছেন ফেনী-৩ (সোনাগাজী দাগনভূঞা) আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
হাজী রহিম উল্যাহ আরো জানান- যখনই এইসব গরীব অসহায় জনগোষ্ঠীকে সহযোগিতা করার প্রয়োজন মনে করবেন- আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।
হাজী রহিম উল্যাহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। হাজী রহিম উল্যাহ এমপি থাকাকালীন সময় এলাকার ব্যাপক উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাধারন মানুষের কাছে মানবতার ফেরিওয়াল হিসেবে উপাধি পান এ সাংসদ। দেশের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ফেনী-০৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ।