রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সকল দল মত নির্বিশেষে, সকল শ্রেনীপেশার মানুষ যখন গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সমগ্র দেশব্যাপী দোয়া মাহফিল করছে ঠিক তখনই সাতক্ষীরা- ৪ এর বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের পৃষ্ঠপোষকতায় ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা জি এম লিয়াকত আলী ও শাহিনুর রহমানের নেতৃত্বে ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির নামে জারিগানের আয়োজন করেছে।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যাপক বিরোধিতা সত্বেও জারিগানের অনুষ্ঠান চালানোয় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিতর তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিএনপিকে প্রশ্নবৃদ্ধ করার জন্য, বিএনপি প্রার্থী মনিরুজ্জামান, বিএনপি নেতা লিয়াকত আলী ও শাহিনুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় তিব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।