সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে অবৈধ ফার্মেসীর ছড়াছড়ি প্রশাসন নীরব

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সিআই খোলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠেছে শতাধিক ঔষধের ফার্মেসী। প্রশাসনের তদারকি না থাকার কারনে এসব ফার্মেসী ব্যবসায়ীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি এসব ফার্মেসী ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ ইন্ডিয়ান ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সিআই খোলা এলাকায় গিয়ে দেখা যায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে শতাধিক ঔষধের ফার্মেসী। সরকারী কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এসব অসাধু ব্যবসায়ীরা দেদারছে ব্যবসা করে যাচ্ছে। সাধারন মানুষের জীবন হুমকির মুখে ফেলছে কথিত ফার্মেসী ব্যবসায়ীরা। রহস্যজনক কারনে প্রশাসন এসব ফার্মেসীর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করছে না। এতে করে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। সিআই খোলা এলাকায় যেসব ফার্মেসী কোন ধরনের বৈধ কাগজ পত্র নাই সেগুলো হলো, সিয়াম ফার্মেসী মালিক আলম পাটোয়ারী, পারভীন ফার্মেসী, ওয়াসীম মিয়া, সাদ ফার্মেসী মালিক আঃ রহমান সরকার, নুরুন নাহার মেডিকাল হল মালিক মোতাহার হোসাইন, সিনহা মেডিকেল কর্নাও মালিক আব্দুস সালাম, চাঁদনী মে হল মালিক জামাল উদ্দিন, মুন্সি ফার্মেসী মালিক নুরুজ্জামান, মা ফার্মেসী মালিক আঃ মোতালেব, মক্কা ফার্মেসী মালিক ছারোয়ার হোসেন, মা মনি ফার্মেসী মালিক ছাত্তার মিয়া, আস্ সেফা ফার্মেসী মালিক ছানাউল্যাহসহ অনেকেই ড্রাগ লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে ফার্মেসীর ব্যবসা করে যাচ্ছে। এলাকাবাসী জানায়, প্রশাসনের নজরদারী না থাকায় পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকায় অবৈধ ভাবে ফার্মেসী গড়ে উেেঠছে। এসব ফার্মেসী ব্যবসায়ীরা মানুষদের বিভিন্ন রোগের চিকিৎসাও দিচ্ছে। তাদের ভুল চিকিৎসায় অনেক সাধারন মানুষ অকালে জীবন হারাচ্ছে। তাই এসব অবৈধ ফার্মেসী ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তির দাবী করেন এলাকাবাসী। উক্ত অবৈধ ফার্মেসী ব্যবসায়ীদের বিষয়ে আরো অনুসন্ধান চলছে।