সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ধুমঘাট এলাকার সুমা রানী মন্ডল নামে এক গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা। 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরা’র শ্যামনগরে ধুমঘাট এলাকার বাসিন্দা সুমা রানী মন্ডল (১৯) রাত ১ টার দিকে একী এলাকার জয়ন্ত মন্ডল নামে এক যুবক তার ঘরে ধুকে ধর্ষণ করার চেষ্টা করে।

 

এলাকায় লম্পট জয়ন্ত মন্ডল নারী লোভী, নারী উজান্তাকারী হিসাবে চিহ্নিত ১। জয়ন্ত মন্ডল (২৮) পিতা- মনোরঞ্জন মণ্ডল, ২। বাপ্পী মিস্ত্রী (২৫) পিতা- অশোক মিত্রী, উভয় সাং-ধুমঘাট (মঠেরচক) ৩। মোঃ আমির আলী (৩২) পিতা- শেখ আনছার আলী,

 

সুমা রাণী মন্ডল (১৯) কে সাতক্ষীরা জেলার সদর থানার অর্ন্তগত মহাদেবনগর এলাকায় শ্রী কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের স্ত্রী তার নানা রাড়িতে বেড়াতে আসে জয়ন্ত মন্ডল এই সংবাদ জানতে পারে তার মামা ওমামি বাড়িতে না থাকায় এই সুযোগে ২,৩ নং আসামী বাপ্পী মিস্ত্রী,মোঃ আমির আলী,তাদের বাড়ীর আশে পাশে ঘোরাঘুরি করিতে থাকে। এই সময় ঘরে বিদ্যুৎ এর সমস্যা থাকায় দরজা চাপানো অবস্থায় সুমা রানী মন্ডল ঘুমাইয়া পড়িলে ইং৫ জুন রাত্র আনু: ১.০০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে ১নং আসামী কৌশলগত ভাবে ঘরের ভিতরে প্রবেশ করে খাটের উপর ঘুমানো অবস্থায় চিৎকার চেচামেচি বন্ধ করার লক্ষ্যে ১নং আসামী তার পরিহীত জামা খুলে মুখে চেপে ধরে। এসময় আসামী জয়ন্ত মন্ডল জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে গোপন অঙ্গে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে। সুমা রানী মন্ডল তার সম্মান বাঁচাতে জোরে জোরে ডাক-চিৎকার করিলে বাড়ি পাসের লোকজন জানতে পারে ১। স্বপন মন্ডল (৫৮) পিতা- মৃত বিনোদ মন্ডল, ২। রাখাল মন্ডল (৪০) পিতা মৃত শ্যামাপদ মন্ডল, ৩। মোঃ আব্দুর রহিম (২৬) পিতা- মোঃ সামপ্ল্যা গাজী, এরা সহ আরো অনেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসিলে আসামী তার পরিহীত জামা ও মোবাইল রেখে পালানোর চেষ্টা করিলে তাকে ঝাপটে ধরে। ১নং আসামী চিৎকার করে ২,৩ নং আসামীকে ডাকিলে পার্শ্বে থাকা ২,৩ নং আসামীদ্বয় বাড়ির ভিতরে ঢোকে ১নং আসামীকে সহ জামা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় আসামীরা এই নিয়া কোখ্যও মামলা মোকদ্দমা না করাল মেরে ফেলার হুমকী দেই , । বিষয়টি নিয়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করাইয়া থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীদের।