সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগরের দরগাহপুর নকিমুদ্দীন দাঃ পুঃ ফাজিল মাদ্রাসার বিষয়ে বিভিন্ন সময়, কখনও লক্ষ লক্ষ টাকার নিয়োগ বানিজ্য, কখনও নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী নির্বাচন শেষে নিয়োগ- নাটক মঞ্চস্থ, আবার কখনও গর্ভনিং বডি গঠনে অনিয়ম, দুর্নীতি ইত্যাদি সম্পর্কিত অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে দেখা যাঃ। এবার চাকুরী প্রত্যাশীদের প্রশাসক, সাতক্ষীরা, মাদ্রাসার সভাপতি ও অতিঃ বোলা প্রশাসক (শিল্প ও অটিস্টি পাথা থেকে কতক জন কর্তৃক জেলা (শিশু ও আইসিটি) সাতক্ষীরা, মহাপরিচালক, মাদ্রাসা শিশা অধিদপ্তর, পরা ও রেজিস্ট্রার। ইসলামী আরবি বিশ্ববিদ্যালা, পকা বরাবর প্রেরিত আবেদনপত্রে দেখা যায়- উক্ত মাদ্রাসাঃ ৪টি পদে নিয়োগের লক্ষ্যে গত এপ্রিল মাসের শেখ শুক্রবারে “টেনিক পত্রদূত” পত্রিকায় “পুনঃ নিয়োগ বিষ্ণুপ্তি “শিরোনামে একটি ছোট বিষ্ণুপ্তি প্রকাশিত হয়। মাতে পরবর্তী ১৫ দিনের মধ্যে কিন্তু ঐদিন উদ্দেশ্যমূলকভাবে ঐ পত্রিকার ব্যান্ডেল শ্যামনগরে উঠাও হয়ে প যাওয়ায় অনেকে তা পায়নি। এক সুত্র মতে-ঐ পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল নাকি শুধুমাত্র একটা ফরমালিটি, আগেই লোক বাছাই শেখে ঐ কিস্যুপ্তিটি ছিল একটা ফরমালিটি মাত্র। পরে সাতকীয়া থেকে উক্ পত্রিকা আনালে দেখা যায় – উক্ত পত্রিকার ১৪ পৃষ্ঠায় ২৪শে এপ্রিল শুক্রবার, কিন্তু শেষ পৃষ্ঠাঃ ২৫ শে এপ্রিল শুক্রবার লেখা আছে। যেহেতু আবেদনপত্র সহ সংশ্লিষ্ট সব জায়গায় দিম না, পত্রিকার তারিখ উল্লেখ করতে হয় তাই প্রার্থীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। তাছাড়া ঐ বিষ্ণুপ্তিটিতে প্রয়োজনীয় যোগ্যতা, বাসসীমার উল্লেখ না থাকার আবেদনের ক্ষেত্রে কোন পদ কোন প্রার্থীর জন্য প্রযোজ্য, তা তারা ঠিক করতে পারেননি। পূনঃ নিয়োগ বিজপ্তি লেখা থাকায় এর ১৪ বিষ্ণুপ্তির সন্ধানে এক মুত্র থেকে ২০২৩ ফলের কথা শোনা গেলেও তার হদিস পাওয়া একেবারেই দুঃসাধ্য ছিল। এররূপ পরিস্থিতিতে অনেক চাকুরী প্রত্যাশী আবেদন করতে পারেন নাই। তাই বিভিন্ন তারা উপরোক্ত দপ্তরে নূতনভাবে স্বচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাগ্রহণের আবেদন জানিয়েছেন এবং পরবর্তীতে উক্ত নিয়োগ পরীষণ খখায়খ ও নিরপেক্ষভাবে সম্পন্নের কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্যও কর্তৃপক্ষ বরাবর আবেদন রেখেছেন।