
এস কে সিরাজ,শ্যামনগর থেকে।। সাতক্ষীরার শ্যামনগরের খানপুর জাহাজঘাটা থেকে শ্যামনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার বিকালে এক গাজা ব্যবসায়ী যুবক কে ১ কেজি গাজা সহ আটক করেছে।
আটক গাজা ব্যবসায়ী সাতক্ষীরার বুড়িয়াডাংগা এলাকার শরিফুল ইসলাম এর পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, সে দীর্ঘ দিন এই এলাকায় যাওয়া আসা করে থাকে।তাদের ধারনা শ্যামনগর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গাজা পাচার করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন,মাদকের সাথে কোন আপোষ নেই , মাদকাসক্তদের ও ব্যবসায়ীদের আটকের ক্ষেত্রে আমার পুলিশ সব সময় সজাগ আছে। তিনি বলেন,এ ঘটনায় মামলা দেয়া হয়েছে।