
ভয়েস অফ সুন্দরবন।।
শ্যামনগর সুন্দরবন উপকূলীয় ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা নিপা রানী চক্রবর্তীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। সামাজিকভাবে ও স্থানীয়ভাবে এলাকায় নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড ও সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকা নিপা চক্রবর্তীর প্রতি ঈর্ষাণিত হয়ে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউপি সদস্য নিপা চক্রবর্তী।
শ্যামনগর উপজেলা মেম্বর অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের শত শত মানুষের ভোটে নির্বাচিত ইউপি সদস্যা ও সংবাদ কর্মী নিপা চক্রবর্তী সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় নির্যাতিত, নিপীড়িত সকল শ্রেণীর মানুষকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে চলেছেন তিনি।
বিষয়টি নিয়ে বরাবরই একটি মহল ক্ষুব্ধ ও ঈর্ষাণিত, তারা প্রতিনিয়ত জনপ্রতিনিধি ও সমাজকর্মী নিপা চক্রবর্তীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিষয়টি নিয়ে নিপা চক্রবর্তী প্রশাসন সহ সামাজিক সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।