রবিবার, ২৫ মে ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
মঙ্গলবার ২৬নভেম্বার দুপুরে ডুমুরিয়া শহীদ আব্দুল মজিদ মিলনায়তনে কক্ষে এ সি আই ফার্টিলাইজার রিটেইলার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে সভায় সভাপতিত্ব করেন এসি আই কোম্পানির ফার্টিলাইজার রিটেইলার ট্রেনিং প্রোগ্রামে সভাপতি ডুমুরিয়া উপজেলা মেসার্স কৃষি ভান্ডারে প্রোফাইটার মূল ডিলার মোঃ মনিরুজ্জামান সরদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসি আই ফার্টিলাইজার কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার মোঃ জিল্লুর রহমান খান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদর্শ কৃষক শেখ মাহতাব হোসেন,
এসি আই কোম্পানির সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার মোঃ কায়ছার পারভেজ টুটুল,
বক্তব্য দেন সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ শাহিন কবির, ডুমুরিয়া উপজেলা এসি আই কোম্পানির সেলসম্যান সৌরভ, রিটেইলারদের মধ্যে কামরুল ইসলাম সরদার, মোঃ নাসির উদ্দিন গাজী, সন্জয় গাইন, মন্ডল, শিবুপদ, সোহেল বায়ালি, নুরুজ্জামান,আব্দুস সালাম, মনিরুল ইসলাম, সৈয়দ ইমন, তুষার, গোবিন্দ, মোঃ সাইফুল ইসলাম, মজিদ শেখ, নাজমুল ইসলাম,মনিরুজ্জান বাবু,সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, আমরা এ সি আই ফার্টিলাইজার রিটেইলারদের
হাতে ভালো প্রোডাক্ট হাতে তুলে দেয়।
কৃষক সে প্রোডাক্ট নিয়ে ফসলে ব্যাহার করে কৃষক যদি উপকার পায় ,তাহা হলে ঐ পোটাক কৃষক খুজে নেবে। আর ভালো কাজ না হলে
পেকেট রেখে কোম্পানির নিকট বলবেন। আপনারা যদি এ সি আই ফার্টিলাইজারের মাল বেশী বেশী করে বিক্রিয় করবেন,
কৃষক ফসলে ব্যাহার করে বেশি ফলন পাবেন বেশি ফলন পাওয়ায় আমাদের কৃষকরা উপকৃত হবেন।।