বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
৩৬তম সূর্যগিরি আশ্রমের প্রতিষাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মরনিকা প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ গতকাল ১৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমে সকালে সরণী প্রকাশ, আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই ও ধীমান দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা হাফেজ মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মোঃ আলাউদ্দিন, ডাক্তার আনিস উদ্দিন সোহেল, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত রাসূল কায়েমা শাখার সভাপতি ওমর ফারুক, জ্যোতি ফোরামের উপদেষ্টা আবু শাহাদাত সায়েম সুমন, মাওলানা মোঃ ফারুক, মাস্টার গৌরাঙ্গ দত্ত, ও সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটু চৌধুরী।
বক্তারা বলেন মানবতার সেবায় এগিয়ে গিয়ে জাতি ধর্মের উর্ধ্বে অসাম্প্রদায়িক চিন্তায় সেবা করে যাওয়া ধর্মের মূল নির্যাস। সেই রূপ মাওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর মানবতার সেবার মিশনে সাড়া দিয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা প্রতিবছর এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং অন্যান্য উৎসাহ মূলক কর্মকাণ্ড করে থাকেন।