বুধবার, ২৮ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাথে উপজেলা সংসদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ২৮ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্ময় সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ১৫ ই নভেম্বর শুক্রবার বাগীশিক কেন্দ্রীয় সংসদ মিলনায়তনে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা দালিপ শীল, তিনি বলেন গীতা শিক্ষায় শিক্ষিত হলে নতুন প্রজন্ম একটা সুন্দর ভবিষ্যত পাবে। সবাইকে গীতা শিক্ষায় এগিয়ে আসা উচিৎ।

সভায় প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শুভাশিষ শর্মা। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা কৃষ্ণা দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের পৃষ্টপোষক রতন দাশ, শ্রীবাস চক্রবর্তী। সংবর্ধিত অতিথি ছিলেন বেলজিয়াম প্রবাসী প্রদীপ সরকার, সভায় মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল দেবনাথ ও সমাজ সেবক রবিন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি বরুন আচার্য বলাই, বিপ্লব পাল চৌধুরী, যুগ্ন-সম্পাদক প্রিয়াশিষ চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক এড.অমল চৌধুরী, রাসকিন চৌধুরী, সমন্বয় সভার আহবায়ক সমির মহাজন, সদস্য সচিব মাষ্টার ত্রিদিব সাহা, বাসু চৌধুরী, সবুজ পাল,উজ্জ্বল ভৌমিক, স্বপন সাহা, পরিমল দাশ, কৃষ্ণ আচার্য, মিনু দে, সুমি চৌধুরী , ,অধ্যাপক সুব্রত কুমার চৌধুরী, পরিক্ষিত দাশ, কৃষ্ণ আচার্য, টিটু কুমার দে, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন বণিক, সাধারণ সম্পাদক রুপক দে, যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস, ঝুলন দেব, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথ, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা:রুপন শীল,পন্ডিত শুভরাজ আচার্য নয়ন, বাগীশিক সন্দীপ উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুশান্ত শীল, বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের সভাপতি উৎপল কুমার দে, সাধারন সম্পাদক উজ্বল কুমার দে, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সহ-সভাপতি ভগিরত চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক সাগর দাশ, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাগর দে,কানাই দেব শুভ, সঞ্জয় শীল, অভি রায়, পুতুল দাশ,সৈকত দেবনাথ, উজ্জ্বল চন্দ্র নাথ, সুজন চক্রবর্তী, আশীষ বরন সরকার, সঞ্জয় চৌধুরী, সৈকত চন্দ্র দাশ, পুলক ভট্টাচার্য সুজয়, বাদল কান্তি নাথ, প্রদীপ শীল, তন্ময় দাশ,আদিত্য চক্রবর্তী, দুলাল নাথ, বাদল দাশ প্রমুখ।