বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হলো  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত শ্যামনগরের ভামিয়া পোড়াকাটলা এলাকা থেকে বোরিং করে বালি উত্তোলন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগরের ভামিয়া-পোড়াকাটলা এলাকা থেকে বোরিং করে ভু-গর্ভস্থ্য বালু উত্তোলন করা হচ্ছে। আবিয়ার, মহব্বত ও জিন্নাত নামে স্থানীয় তিন প্রভাবশালী শুক্রবার বিকাল থেকে ঐ বালু উত্তোলন শুরু করেছে বলে অভিযোগ। দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় বালু উত্তোলনে আপত্তি তোলায় হুমকি ধমকী দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। তাদের দাবি যত্রতত্র বালু উত্তোলনে বিধি-নিষেধ থাকা সত্ত্বেও এসব প্রভাবশালীরা রাজনৈতিক পভাব খাটিয়ে বালু তুলছে।

পোড়াকাটলা গ্রামের সুধাংশু মন্ডল জানান, শুক্রবার সকাল থেকে দু’টি মেশিন ব্যবহার করে পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের জমি থেকে বালু উত্তোলন শুরু হয়। অনাদী বিশ্বাস নামের স্থানীয় এক ব্যক্তিকে আর্থিক সুবির্ধার প্রলোভনে ফেলে জোরপূর্বক তার সত্ত্ব দখলীয় জমি থেকে উক্ত বালু উত্তোলন চলছে।

আইযুব আলী সরদার নামের এক গ্রামবাসী জানান বালু উত্তোলনের সাথে জড়িতরা স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। যার ফলে নির্দিষ্ট মালুমহাল থেকে সংগ্রহ না করে জনবসতির মধ্যভাগের কৃষি জমি থেকে বোরিং করে বালু তুলছে।

এভাবে বালু তোলার কারনে স্থানীয়রা ভাঙন আতংকের কথা শোনাচ্ছেন বলেও আইয়ুব আলীর দাবি।

রুুস্তম আলী নামের স্থানীয় এক গ্রামবাসী জানান ভাড়াটে জনবলসহ বোরিং মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদী খাগড়াঘাট এলাকা থেকে আনা হয়েছে। কৃষি জমি থেকে বোরিং করে বালু উত্তোলনে তারা ভীতিকর অবস্থার মধ্যে পড়ার শংকায় ভুগছেন। তিনি আরও বলেন উত্তোলনকৃত বালু দিয়ে বর্তমানে ৩৫নং ভামিয়া পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের কাজ চলছে। পরবর্তীতে সিন্ডিকেটটি একই অংশের ভু-গর্ভস্থ্য বালু উত্তোলন করে পার্শ্ববর্তী দুই কিলোমিটার সড়ক নির্মান কাজে সরবরাহের চুক্তি সম্পন্ন করেছে। বুড়িগোয়ালীনি ইউনিয়নের দুর্গাবাটি গ্রামের ভুপতি মন্ডলের বাড়ি হতে চেয়ারম্যান নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত বিস্তৃত সড়কে উক্ত বালু ব্যবহার হবে।

 

এবিষয়ে জানতে চাইলে বুড়িগোয়ালীনির ৯নং ওয়ার্ড যুবদল নেতা আবিয়ার জানান বালু তোলার ব্যাপারে এসি ল্যান্ড, ইউএনও, জেলা প্রশাসকের নির্দেশ আছে। নির্দেশের কাগজ দেখতে চাইলে ‘বালু তোলা বন্ধকরার ক্ষমতা কারও নেই’-জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছন্ন করে দেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন জানান, বালু মহালের বাইরে ঝুঁকিপূর্ণ কোন জায়গা থেকে বালু উত্তোলন করার অনুমতি কারও নেই। এধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

##