সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ ,
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাঁচা বাজারের ঊর্ধ্ব গতি রোধে শ্যামনগরের   বিনা লাভের সবজির দোকান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছে শ্যামনগর ক্যাটারিং সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান। কাঁচা বাজারের ঊর্ধ্বগতি রোধে কিছুটা স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

উপজেলার নকিপুর কাঁচাবাজারে শুকরিয়া প্লাজার সামনে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বসবে এই দোকান।

 

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, ডিম প্রতি পিস (লাল) সাড়ে ১১ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, পালং শাক ১০ টাকা ও লাল শাক ১০ টাকা তাড়ি, বরবটি ৩০ টাকা ও কচুরমুখি ৪০ টাকা কেজি।

 

 

ইউনুস হুসাইন, হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, মাসুম বিল্লাহ ও সবুজ নামে ওই প্রতিষ্ঠানের সদস্যরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামেই বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।

 

শ্যামনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুর রশিদ নান্টু জানান, বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়। এখন আমরা স্বল্প পরিসরে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বিক্রি করছে। তবে এটা আমরা আরো দুই দিন বা তিন দিন বাড়ানোর পরিকল্পনা করছি।

 

 

শ্যামনগর পৌরসভা এলাকার গোলাম হোসেন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-১০ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।