সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ ,
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রুটে গেটলক সার্ভিস চালু করতে মালিক সমিতির মতবিনিময়

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলে দীর্ঘদিন বন্ধ থাকা সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে গেটলক সার্ভিস পুনরায় চালু করার উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২টায় দিকে সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ।

 

বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি তপন কাজী, ক্যাশিয়ার মোঃ রুহুল আমিন গাজী,কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক তাহের, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন সরদার ও সজল বাবু, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শাহিন হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রউফ বলেন, গেটলক সার্ভিস চালু না থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিগত সময়ে চালু হওয়া গেটলক সার্ভিস বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। আমরা পুনরায় যাত্রী সেবার কথা মাথায় রেখে সার্ভিসটি চালু করতে যাচ্ছি। সাতক্ষীরা ও কালিগঞ্জ বাস মালিক সমিতি গেটলক সার্ভিস পুনরায় চালু করার সিদ্ধান্তে একমত পোষণ করেছেন। আগামী বৃহস্পতিবার ১৪ই নভেম্বর সাতক্ষীরায় সবাই একত্রে বসে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

 

১৯৯৬ সালে শ্যামনগরের উপকূলীয় এলাকাসহ কালিগঞ্জ ও দেবহাটার মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সর্বপ্রথম মুন্সীগঞ্জ-খুলনা রুটে গেটলক সার্ভিস চালু করা হয়। সার্ভিসটি অল্প সময়ে জনপ্রিয়তা নিয়ে একটানা ২০১৩ সাল পর্যন্ত চলে। কিন্তু লোকাল বাস মালিকদের অভ্যন্তরীণ কোন্দল মারাত্মক আকার ধারণ করায় সার্ভিসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পরে মালিক সমিতি, প্রশাসন ও কয়েকজন সংসদ সদস্যের হস্তক্ষেপে মুন্সীগঞ্জ-সাতক্ষীরা গেটলক সার্ভিস পুনরায় চালু। যা ২০১৫ সাল যেতে না যেতেই আবারো বন্ধ হয়ে যায়।

 

পরে ২০২২সালের ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হলেও এক সপ্তাহের মধ্যেই মালিক সমিতির দ্বন্দ্বের কারণে সেটা বন্ধ হয়ে যায়। সাভিসটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যটকসহ লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। শ্যামনগরের মানুষকে প্রতিদিন দুইবার বাস পরিবর্তন করে জেলা শহরে আসত হয়। এতে পথেই দিন কেটে যায় মানুষের। অথচ যখন মুন্সিগঞ্জ-খুলনা গেটলক সার্ভিস চালু ছিলো তখন সকাল থেকে দুপুর পর্যন্ত আধা ঘন্টা পরপর ও দুপুরের পর থেকে ১ ঘন্টা পর পর বাস চলাচল করতো। খুুলনা-মুন্সীগঞ্জ গেটলক সার্ভিসের সময় নির্ধারণ করা ছিল মাত্র চার ঘণ্টা। জনপ্রিয় এই সার্ভিসটি চালু হওয়ার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেক। সাধারণ মানুষের দাবী দ্রুততম সময়ের মধ্যে চালু করা হোক গেটলক সার্ভিস