সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ ,
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে ২ বিবাদীর ৭ দিনের কারাদন্ড !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা (ভূমি) অফিসে শুনানি চলা কালে ২ বিবাদী জাল দলিল দাখিল করার অপরাধে যতিন চন্দ্র সিংহ (৪৮) ও নিরঞ্জন চন্দ্র সিংহ (৪২) এর ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে,

বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং– ধনতলা ইউনিয়নের নাগেস্বরবাড়ী গ্রামের মৃত্যু রশিক লাল শীলের পুত্র হত দরিদ্র অসহায় দৃষ্টি প্রতিবন্ধী সাগর চন্দ্র শীলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত নাগেস্বরবাড়ী মৌজার ২১ নং- জে,এল ভূক্ত ৩২১ নং – এস,এ খতিয়ানের ১৫৫ নং- দাগের মোট ০.২৩ শতাংশ জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ বছর থেকে বাপ দাদার রোপনকৃত বাঁশঝাড় পরিচর্যা ও রক্ষাণা বেক্ষণ করে আসতে থাকে। এরই মাঝে একদল ভূমি দস্যু একই গ্রামের মৃত্যু দিনেশ চন্দ্রের পুত্র নিরঞ্জন চন্দ্র সিংহ, চন্দ্র কান্ত সিংহের পুত্র লতিম চন্দ্র সিংহ, মৃত্যু দিনেশ চন্দ্র সিংহের পুত্র চন্দ্র কান্ত সিংহ, ও হর সুন্দর চন্দ্র সিংহের পুত্র জতিশ চন্দ্র সিংহ সহ তাদের ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ৫ এপ্রিল শুক্রবার সকাল ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী সাগর চন্দ্র শীলের ভোগ দখলীয় বাঁশঝাড়ের ২০০-২২০ টি বাঁশ কেটে সাবার করে নিয়ে যাবার সময় সাগর চন্দ্র শীল ও তার পরিবারের লোকজন ভূৃমি দস্যু সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে বাঁধা নিষেধ করলে এ সময় ভূৃমি দস্যু সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে সহ তার পরিবারপর লোকজনকে প্রাণে মেরে ফেলে ভারতে পাঠিয়ে দেওয়া হুমকী দেখায়। পরে সাগর চন্দ্র শীল কোন উপায় খুজে না পেয়ে পরে স্থানীয় ধনতলা ইউনিয়নের চেয়ারম্যানের নিকট মৌখিকভাবে ঘটনাটি জানালে স্থানীয় ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি নুপুর তাকে থানা পুলিশের নিকট অভিযোগ করার পরামর্শ দেয়। পরে সাগর চন্দ্র শীল বাদী হয়ে গত ৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসির বরাবরে ভূমি দস্যু ৪ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি লিখিতভাবে অভিযোগ করে। অভিযোগের প্রক্ষিতে পুলিশের নিকট কোন প্রতিকার না পেয়ে সে গত ৮ এপ্রিল ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে আবারো অভিযোগ করে। শারীরিক দৃষ্টি প্রতিবন্ধী সাগর চন্দ্র শীলের অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক তদন্তের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অনুলিপি প্রেরণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়। ঠাকুরগাঁও

জেলা প্রশাসকের আদেশের প্রক্ষিতে বালিয়াডাঙ্গী উপজেলা সহকরী (ভূমি) কমিশনারের স্বাক্ষরিত নোটিশ জারী করে উভয় পক্ষকে সোমবার (১২ নভেম্বর) সকাল ১১টায় নালিশী জমির প্রয়োজনীয় দলীল ও কাগজ পত্র সহ স্ব শরীরে হাজির হওয়া আদেশ জারী করে। সেই প্রেক্ষিতে সোমবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শোনানী শেষে নালিশী জমির দলিল পর্যালোচনা কালে দুই বিবাদীদ্ব ভূয়া জাল দলিল দেখানোর দায়ে বালিয়াডঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন পর্যবেক্ষণে সন্দেহজনক মনে হয়। পরে বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি )ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ঐ দুই বিবাদীর জাল দলিলের স্ট্যাম্প জব্দ করে। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পর্যালোচনায় বিবাদীর দাখিলকৃত স্ট্যাম্পটি জাল বলে প্রমাণিত হওয়ায় বিচারক মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই বিবাদীদ্বয়ের ৭ দিনের বিনাশ্রম কারদন্ড রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত ছিলেন, আসামিদেরকে সাজা পরোয়ানা সহ কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের দন্ডপ্রাপ্ত আসামীদের ঠাকুরগাঁও জেলে পাঠানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী সাগর চন্দ্র শীল বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার একটি কুচক্রী মহলের যোগ সাজসে ভূমি দস্যুরা একের পর এক আমাদের জমির ফসল কেটে দখল করে উল্টো তারা আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে একাধিক মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। তাদের হামলা, জুলুম অত্যাচারে আমারা অতিষ্ঠিত হয়ে পরেছি।