সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আবুরখীল দক্ষিন ঢাকাখালী বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদিতে কঠিন চীবর দান সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাউজান উপজেলার বৌদ্ধ তীর্থভূমি বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদিতে গত ১৮ অক্টোবর শুক্রবার দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে ।

বাংলাদেশী বৌদ্ধদের প্রাচীনতম ধর্মীয় সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক পন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানশীল ব্যাক্তিত্ব প্রকৌশলী বিদুৎ বড়ুয়া মুন্না এবং উদ্বোধন করেন দানশীল ব্যাক্তিত্ব শিবু প্রসাদ বড়ুয়া ।

আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথেরর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্বশান্তি মনোকামণাপুর্ন জাদির প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পঞা থের ।

অনুষ্ঠানে শিক্ষক হিরাধন বড়ুয়ার পরিচালনায় বরণ সংগীত পরিবেশন করেন মহাকারুণিক শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দ ।

কঠিন চীবর দানঅনুষ্ঠানে নবনির্বাচিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয় ।

এই ধর্মসভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ শিক্ষক ধর্মানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল নন্দন কানন বিহারের অধ্যক্ষ ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের , আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের এমএ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি ভদন্ত পরমানন্দ মহাথের, রাঙ্গুনিয়া হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল বড়ুয়া ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার উর্দ্ধতন সহ-সভাপতি চম্পাকলি বড়ুয়া ।

এছাড়াও বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু , ভদন্ত শাসনানন্দ থের , ভদন্ত বুদ্ধানন্দ থের, ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু,ভদন্ত ধর্মদর্শন ভিক্ষু, ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, ভদন্ত জয়শ্রী ভিক্ষু প্রমুখ ।

দুপুর এক ঘটিকায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দানের সমাপ্তি ঘোষনা করা হয় ।