সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে কোমল মিনিবাসের রাজত্ব

Reporter Name
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
প্রভাবশালী বলে কথা। প্রভাবশালীরা যা খুশী তাই করবে এটাই নাকি স্বাভাবিক। মানছে না আইনকানুন। সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার পাশে কোমল মিনিবাস পার্কিং করে যাত্রী উঠা নামা করাচ্ছেন। এতে করে সাধারন পথচারীদের চলাচলের সমস্যা হলে কার কি যায়। প্রতিবাদ করার সাহস তো পাচ্ছেনই না, আবার প্রতিবাদ করলেই তো মারধরসহ নানা ধরনের হয়রানি হচ্ছে প্রতিবাদি যুবকরা। ক্ষমতার অপব্যবহার করে এক শ্রেনী কিছু দুর্নীতিবাজ নেতারা দলের দুর্নাম করছে। এসব দুর্নীতিবাজ নেতারা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন। চিটাগাংরোডে কোমল মিনিবাসের একক রাজত্ব। কারন মিনিবাস গুলোর শেল্টারদাতারা হচ্ছেন খুবই প্রভাবশালী। দীর্ঘদিন যাবৎ চিটাগাংরোডের মহাসড়কের পাশে এক অংশ দখল করে নিয়েছে কোমল মিনিবাস। কোমল বাস অবৈধ ভাবে পার্কিং করার কারনে পথচারীদের দুর্ভোগসহ দুর্ঘনার কবলে পড়তে হচ্ছে। নেই কোন ধরনের কোমল বাসের প্রয়োজনীয় কাগজপত্র। এসব গাড়ী কি ভাবে রাস্তায় চলে এটা নিয়ে এখন নানা প্রশ্ন সচেতন মহলের। শুধু কোমল পরিবহন নয়, বেকার পরিবহন, মনজিল পরিবহন, ৭১ পরিবহন, বন্ধু পরিবহন, দুরন্ত পরিবহন, শীতালক্ষ্য পরিবহন, সিএনজি, লেগুনাসহ আরো কয়েকটি পরিবহন চিটাগাংরোডে অবৈধ দখল করে নিয়েছে। এসব পরিবহনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতেও হিমসিম খাচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে প্রতিমাসে কোটি কোটি টাকার বানিজ্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছেও একাধিক বার সংঘর্ষ। প্রশাসন ও এসব প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা গাড়ীর বিরুদ্ধে নিতে পারছে না ব্যবস্থা। ব্যবস্থা নিলে দেখা গেছে সেই অফিসারকে দুরে কোথাও করে দিবে বদলী। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য জীবনের বাজি রেখে মহাসড়কে ধুলো বালি ঝড় বৃষ্টির মধ্যে যানজট নিরাসনের জন্য কাজ করে যাচ্ছে। অথচ কিছু প্রভাবশালীদের শেল্টার দেওয়া গাড়ী গুলো অবৈধ ভাবে পার্কিং করার কারনে যানজট সৃষ্টি হচ্ছে ফলে ট্রাফিক পুলিশে চেষ্টা বিফলে যাচ্ছে। কোমল মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীরের মুঠোফোনে কল করলে তিনি বলেন আমার গলায় সমস্যা আমি কথা বলতে পারবো না। এসব পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহন করবেন সেটার দিকে তাকিয়ে আছেন সাধারন পথচারী এবং ভুক্তভোগীরা।