সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্যাহ কাঁচপুরীর একমাত্র সন্তান প্রিয়ম কাঁচপুরীর ২৮ তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলওয়াত ও ২ হাজার অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়েছে। বুধবার সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় নিজ বাস ভবনে এ আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ আল্লামা তারেক মনোয়ার, ড. এনায়েত উল্যাহ আব্বাসি, সাদেকুর রহমান আজহারী ও মাওলানা মোক্তারুজ্জামান আশরাফী। ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্যাহ কাঁচপুরী বলেন, আজ এ দিনে আমার প্রিয় সন্তান প্রিয়ম কাঁচপুরী পৃথিবীতে এসেছিলো। তাই আজকের দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য সারাদিন ব্যাপী কোরআন তেলওয়াত এবং এতিম অসহায় মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। প্রিয়ম কাঁচপুরীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাবিবুল্যাহ কাঁচপুরী এবং তাঁর সহধর্মীনি।