শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
মানবসেবাকেই মূল ব্রত হিসেবে ধারণ করে রিডা হাসপাতাল, কালীগঞ্জ বরাবরের মতো আবারও একটি ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালটির উদ্যোগে একদিনব্যাপী ফ্রি নাক–কান–গলা মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং এক বছর মেয়াদি স্পেশালিস্ট হেলথ কার্ড প্রদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই মানবিক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইক ইসি সদস্য, প্রফেসর ডা. আসলাম আল মেহেদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রান্তিক মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা আজ সময়ের বড় প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিডা হাসপাতালের ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্লাহ আল মামুন, যিনি সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওহাব, যিনি বলেন, “মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
দিনব্যাপী এই ক্যাম্পে নাক, কান ও গলা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভোগা ৪০০-এর অধিক রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনেক রোগী প্রথমবারের মতো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু চিকিৎসাই নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা অনেক দরিদ্র ও অসহায় মানুষের জন্য ছিল বড় স্বস্তির।
এই কর্মসূচির আরেকটি ব্যতিক্রমী দিক ছিল বিনামূল্যে এক বছর মেয়াদি স্পেশালিস্ট হেলথ কার্ড বিতরণ। এই হেলথ কার্ডের মাধ্যমে রোগীরা আগামী এক বছর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে করে ভবিষ্যতে চিকিৎসা ব্যয় কমবে এবং মানুষ আরও সহজে চিকিৎসা নিতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীরা রিডা হাসপাতালের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, “এখানে শুধু চিকিৎসা নয়, মানুষের মতো মানুষকে সম্মান দেওয়া হয়।”
রিডা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা বিশ্বাস করেন—চিকিৎসা শুধু ব্যবসা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। সেই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প, হেলথ কার্ড বিতরণ এবং জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
মানুষের পাশে থেকে মানুষের জন্য—এই দর্শন নিয়েই রিডা হাসপাতাল, শ্যামনগর ও কালীগঞ্জ এগিয়ে চলেছে মানবসেবার পথে।
##