শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বিজয় দিবস উপলক্ষ্যে রিডা হাসপাতালে ফ্রি নাক–কান–গলা মেডিকেল ক্যাম্পে শত শত মানুষের সেবা শ্যামনগরে বনাঢ্য আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস  রিডা হাসপাতালে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পত্নীতলায় ভূয়া সনদে চাকরি করা সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু

শাকিল হোসেন,
Update Time : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

 

শাকিল হোসেন, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দীর্ঘ্য ২২ বছর ভূয়া সনদে চাকরি করা গগনপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক মোসা: সুরাতুন জান্নাত এর বিষয়ে লিখিত অভিযোগ , বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ প্রকাশের পর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন তা আমলে নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন। তদন্ত কমিটিতে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোহরাব হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন কে রাখা হয়েছে। উক্ত তদন্ত কমিটি আগামী ৬ অক্টোবর রোববার গগনপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্মরেজমিনে তদন্ত করবেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য শিক্ষক মোসা: সুরাতুন জান্নাত ২০০১ সালে জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী ( নট্রামস ) ধুনট থেকে পাশ করা একটি নিবন্ধন সনদ দিয়ে নিয়োগ নিয়েছেন। অনলাইনে সেই সনদের রোল নাম্বার দিয়ে সার্চ দিলে কোন তথ্য আসেনা। পরবর্তী তে সেই সনদে লিখা বগুড়া ধুনট শাখায় যোগাযোগ করলে এই শাখার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া না যাওয়ায় প্রতিবেদক স্মরেজমিনে ধুনট বাজারে গিয়ে খোঁজাখুঁজি করার পরে তৎকালীন দুইজন প্রশিক্ষণ সেন্টারের পরিচালকের তথ্য পায়। তথ্য অনুযায়ী তন্দ্রা প্রশিক্ষণ একাডেমী এর পরিচালক তপন কুমার দাস এর সাথে দেখা করলে তিনি জানান, আমি ২০০০ সাল থেকে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু করেছি কখনো ধুনটে এই প্রশিক্ষণ একাডেমির নাম শুনিনি। অপর একজন প্রশিক্ষক মো: ইউনুস আলী এর কাছ থেকে বিস্তারিত জানতে ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে গেলে তার কোন তথ্য না পাওয়ায় প্রতিবেদক তার গ্রামের বাড়ি মানিকপটল গ্রামে গিয়ে তার সাথে সাক্ষাতে কথা বলে। এসময় প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মো: ইউনুস আলী জানান,আমি প্রশিক্ষণ সেন্টার চালু করি ১৯৯৭-১৯৯৮ সালে। এই এলাকায় আমিই প্রথম। আমরা যে সনদ দিয়েছি সেখানে জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী ( নট্রামস ) লেখার পাশাপাশি আমাদের প্রশিক্ষণ সেন্টারের নাম এবং পুরো ঠিকানা লিখে দিয়েছি। তবে ধুনটে আমার জানা মতে আমরা দুইজন ছাড়া কেউ ছিলোনা। তবে আমি শুনেছি অন্ধকার ঘরে সেই সময় বিনা প্রশিক্ষণে কিছু জাল সনদ মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করা হতো। হতে পারে সেই জাল সনদের মধ্যে এটি একটি।

নিয়োগের সময় দেওয়া সনদের রোল নাম্বার ৫০, রেজিস্টেশন নাম্বার ৫৫, ব্যাচ নাম্বার ৩০, শিক্ষা ব্যাচের সাল ১ লা জানুয়ারী ২০০১ থেকে ৩০ জুন ২০০১ পর্যন্ত। এমপিওতে তার ইনডেক্স নাম্বার ৫৬৭১৭৮,