সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিএনপির নেতা কে আওয়ামী লীগ নেতা বানানোর অপপ্রচার! 

মোঃ নুর হোসেন
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অনুমোদনহীন, স্বাক্ষরহীন কমিটি দেখিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর অপ্রচার করা হচ্ছে দাবি করেন, শামীম আব্বাস সুমন।

 

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, তার বাবা আনোয়ার চেয়ারম্যান বিএনপির রাজনীতি করতেন। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা আনোয়ার চেয়ারম্যান গণমানুষের সাথে ছিলেন, জনগন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একটি মহল বিএনপির উঠান বৈঠকের ছবি ব্যবহার করে অপপ্রচার করছে।

 

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন।

 

এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।