সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের দ্বীপাঞ্চল গাবুরার বেড়ীবাঁধের কাজ পরিদর্শন করলেন মন্ত্রি পরিষদ সচিব ড,আব্দুর রশিদ 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপাঞ্চল গাবুরা ইউনিয়নের পাউবোর টেকসই বেড়ীবাঁধের কাজ পরিদর্শন করলেন,মন্ত্রী পরিষদের সচিব ড,আব্দুর রশিদ। শক্রবার দুপুরে তিনি উপজেলার কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে স্প্রীড বোর্ডযোগে সুন্দরবন সংলগ্ন বেড়ীবাঁধের ব্লক তৈরী, খাল খনন,রাস্তা নির্মান,কালভাট নির্মান সহ মেঘা প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শনে যান। তবে এ সময় স্থানীয় মানুষেরা কাজের মান ও কাজের গতিহীনতার অভিযোগ তোলেন,তারা বলেন,ইতিমধ্যে ঠিকাদারা কাজের সময় বাড়িয়েছে কয়েকদফা,তারা আরো বলেন,এক হাজার চল্লিশ কোটি টাকা ব্যায়ে উপকুলী এলাকার গাবুরার এ টেকসই বেড়ীবাঁধ নির্মানের মেঘা প্রকল্পের এ কাজের তদারকিরও ব্যাপক অভাব রয়েছে। মেঘা প্রকল্পের কাজের মাত্র ১৫/২০% কাজ হলেও পড়ে রয়েছে বাকী কাজ।ওই ইউনিয়নের বেড়ীবাঁধ আতংকিত মানুষেরা দ্রুত কাজ শেষ করার দাবী করেন এ সময়।

এর পর তিনি পশ্চিম সুন্দরবনের দর্শনীয় কলাগাছি পর্যটন কেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস সহ সুন্দরবন ভ্রমন করেন।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে তাকে শ্যামনগরের ইউএনও মোছাঃ রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তাগন শ্যামনগরে প্রবেশের আগ মুহুর্তে মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ উপজেলার পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এরপর মন্ত্রী পরিষদ সচিব শ্যামনগর উপজেলা পরিষদ ভবন পরিদর্শন শেষে বংশ্বীপুর শাহী মসজিদে নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা প্রমুখ। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলম