শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
রিপোর্ট, ভয়েস অফ সুন্দরবন
আওয়ামী দলীয় সম্পৃক্ততা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্যপোষ্টিংকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান কে অপসারনের দাবীতে শ্যামনগর সমাজজসেবা কার্য্যালয়ের সামনে অবস্থান কর্মসৃচি পালন করলো ছাত্র প্রতিনিধিরা।
এ সময় অবস্থান কর্মসৃচী থেকে ছাত্র প্রতিনিধী জি এম মাসুম বিল্লাহ বলেন,সদ্য কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী দলীয় করনের একাধিক অভিযোগ রয়েছে,এছাড়া সদ্য শ্যামনগর উপজেলায় পোষ্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান এর বিরুদ্ধে, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা,অসুস্থ রোগিদের সরকারী অনুদান প্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণ, এছাড়া বিভিন্ন এতিমখানায় সরকাী সাহায্য প্রদানের ক্ষেত্রে মোটা টাকা হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে। এ সময় অপরছাত্রনেতা নুরুল হুদা বলেন,এধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাকে আমরা শ্যামনগরে দেখতে চাই না,তিনি বলেন,তাকে অন্যত্রে অপসারন না করা হলে আমরা ছাত্ররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো।
এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, সরকার নিয়মনীতি মধ্যদিয়ে অবশ্যই বিষয়টি দেখা হবো।