সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে গম খেতে ইটভাটার পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু,

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

 

রাজু আহমেদ ,শ্যামনগর উপজেলা প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মনসুর আলী কাগুচি (৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার খানপুর এলাকার মৃত আলী বাক্স কাগুচির পুত্র।

মৃত মনসুর আলী কাগুচির পুত্র আকবর আলী বলেন, আমার পিতা সকালে গম খেতে ঘাস বাছতে গিয়েছিল, পাশের হাজী ব্রিকস নামের ইটভটার অপরিকল্পিত তার ফেলে রাখার কারণে আমার পিতা বিদ্যুৎ স্পষ্টে ঘটনাস্থলেই মারা যান, দীর্ঘদিন ধরে ভাটার পাশে আমাদের এই জমিটা নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছিল ইট ভাটা মালিক উপজেলার কাটিবার হল গ্রামের গহর শেখের পুত্র মোস্তাক শেখ। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে সে কোর্টে মামলাও দিয়েছে, আমাদের কৃষি জমিতে তার ভাটার অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার ফেলে রেখে আমার পিতাকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে মনসুর আলীর জায়গাটা নেওয়ার জন্য হাজী ব্রিকস এর মালিক মোস্তাক শেখ নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে বিদ্যুতের তার কৃষি জমিতে ফেলে রেখে কৃষক মনসুর আলী কাগুচিকে হত্যা করেছে। এদিকে এ ঘটনা ঘটার পর পরই হাজী ব্রিকস এর মালিক ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাজী ব্রিকসের মালিক মোস্তাক শেখের নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, জনবসতি এলাকায় ইটভাটা তৈরি করে পরিবেশ নষ্ট ও ওই এলাকার জনজীবন অতিষ্ঠ করে তুলেছে উক্ত ইটভাটা মালিক মোস্তাক শেখ, ইট ভাটার আশেপাশে বসতি যারা আছে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উক্ত ভাটা মালিক, ইটভাটার জায়গা প্রশস্ত করার লক্ষ্যে সে গ্রামবাসীদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টায় ব্যর্থ হয়ে বিভিন্ন মামলা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারিই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কৃষক মনসুর আলীকে হত্যা করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

##