মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে কিশোরীর শ্রীলতা হানি ও অভিভাবক কে বেধড়ক মারপিটের অভিযোগ 

আরিফ হাসান গজনবী 
Update Time : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল,প্রতিনিধি,বাগেরহাট

 

জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে শ্রীলতা হানির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায় গত ২রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ফরহাদ শেখ এর কন্যা জান্নাতুল মাওয়া সহ তার পরিবারের সকলে একটা বিয়ের প্রোগ্রাম থেকে আসার পথে রামপাল থানাধীন রাজনগর ইউনিয়নের কালিবাড়ি বাজার মোড়ে এসে, ফরহাদ শেখ তার স্ত্রী এবং দুই মেয়েকে নসিমন গাড়ির ওপার বসিয়ে রেখে বাজার করতে যান এ সময় আবুল শেখ এর পুত্র বখাটে যুবক রসুল শেখ নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী জান্নাতুল মাওয়া কে তার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। এ সময় চিৎকারের শব্দ শুনে বাজার করতে থাকা জান্নাতুল মাওয়ার পিতা মোহাম্মদ ফরহাদ শেখ দৌড়ে ছুটে আসে, ঘটনাস্থলে এসে বখাটে যুবক রসূল শেখ কে জিজ্ঞাসাবাদ করিলে তার উপর ছড়াও হয়ে ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় তরিক গাজী, রাজু শেখ, নাহিদুল শেখ, হুসাইন শেখ, আব্দুর রশিদ গাজী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসিয়া একযোগে এলোপাথারি কিল, ঘুসি ও লাথি মেরে শরীলের বিভিন্ন স্থানে নীল ফুলা জখম করে, এক পর্যায়ে রসূল শেখ পাশের কোন এক স্থান হতে লোহার রোড আনিয়া রক্তাক্ত কাটা ও ফাটা যখম করে। এ সময় ফরহাদ শেখ এর স্ত্রী লাকি বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তরিক গাজী কিল ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীল ফোলা যখম করে পরিহিতো কাপড় টানা হিচড়া করিয়া শ্রীলতা হানি ঘটায়। তরিক গাজী আসিয়া লাখি বেগমের গলায় থাকা স্বর্ণের আট আনা ওজনের চেন নিয়ে যায় এ সময় নাহিদুল শেখ কাছে থাকা নগদ অর্থ নিয়ে যায় ও তার ১০ বছরের শিশু কন্যাকে বুকের উপর লাথি মেরে রাস্তায় ফেলে দেয়, এক পর্যায়ে তারা আত্মরক্ষার ক্ষেত্রে চিৎকার করিলে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় লোকজন এর সহায়তায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করানো হয়।

 

এ বিষয়ে রামপাল থানা বরাবর ভুক্তভোগী ফরহাদ শেখ এর স্ত্রী লাখি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।