সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হল হার্ট করো  

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

 

 

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা :

 

 

আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাটকরো (hatkoro.com)

বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো । সাতক্ষীরা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হাটকরো এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের সমাহার ও দৃষ্টি আকর্ষণ করে এমনই সব রকমারি প্রসার সাজিয়ে হাটকরো যাত্রা শুরু করলো।

হাটকরো তে রয়েছে ছোট বড় বিভিন্ন উদ্যোক্তা ও সঙ্গে আছে নতুন উদ্যোক্তাদের পণ্য হাটকরোর মাধ্যমে বিক্রির বিশেষ সুযোগ।

ইতিমধ্যে বিভিন্ন ক্রেতারা হাটকরো তে অর্ডার করছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য।

স্থানীয়ভাবে রান্নার গ্যাস, কাপড় লন্ড্রি-ওয়াস, আইসক্রিম ও কোমল পানীয় সহ মাছ, মাংস মুদি থেকে হোমমেড ফুড, ফ্যাশন, স্টেশনারি, ইলেকট্রিক গ্যাজেড সহ ২০+ ক্যাটগরীর পণ্য নিয়ে শুরু হয়েছে ।

থাকছে স্টক ক্লিয়ার অফার যা প্রতিদিন সন্ধার পর থেকে যে কোন সময় শুরু হয়ে কয়েক ঘন্টার জন্য থাকবে যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা সর্বোচ্চ রাত ১২.০০ টা পর্যন্ত থাকবে

এবং প্রতি শুক্রবার (ফ্রাইডে হাট) নামক একটি বিশেষ অফার যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা প্রতি শুক্রবার রাত ১০টায় শুরু হবে এছাড়া থাকছে প্রতিদিন ফ্লাশ সেল অফার সহ বিশেষ বিশেষ অফার।

তাদের মুল লক্ষ্য এখন সাতক্ষীরা শহরকেন্দ্রীক বিভিন্ন এলাকা ঘিরে স্থানীয়ভাবে অতীব দ্রুততার সহিত বিভিন্ন সেবা প্রদান করা হলেও পরবর্তিতে তা বিভিন্ন জেলা পর্যায়ে পৌছানো ও উন্নত সেবা প্রদান করা।

তারা চায় বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য বিক্রি প্রসার করা ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সঙ্গে শারিরিকভাবে অক্ষম উদ্যোক্তাদের বিশেষ সেবা প্রদান করা।

সেবাই আমাদের একমাত্র লক্ষ্য এই ব্রত নিয়ে হাটকরো এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পছন্দের পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ।

এ্যাপটি ডাউনলোড করতে প্লে-স্টোর গিয়ে সার্চ করুন hatkoro লিখে।##