শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
এস এম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও (এম আই পি এস) প্রকল্পের সহযোগিতায় শান্তি সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,তিনি বলেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে যা আমাদের সামাজিক বন্ধন ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু অপপ্রচার আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আহ্বান জানান।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান,সাবেক এম্বাসেডর লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ গফুর প্রমুখ। এসময়ে পিএফজি গ্রুপের সদস্য, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।