রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন।
এ উপলক্ষে গত (২৯ নভেম্বর) শুক্রবার রাতে চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন।
এসব আয়োজনে ক্রেতা বিক্রেতা সহ স্হানীয় ব্যবসায়ী মহলে আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে। রিয়াজুদ্দিন বাজারের এ হালখাতা উৎসব উদযাপনে মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়, মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স মুনিরীয়া ট্রেডার্স সহ বেশ কয়কটি আরড়তদারেরা হালখাতা উৎসবে অংশগ্রহণ করেন।
আয়োজিত উৎসবে মিষ্টি বিতরণ, মেজবানী খাবার পরিবেশন ও বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।
এ আয়োজনে বকেয়া টাকা আদায়সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
হারিয়ে যাওয়া এ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেয়ে ব্যবসায়ীরা জানান, হালখাতা উৎসব উদযাপন ব্যবসায়ীদের পুরনো ঐতিহ্য। এটি ক্রমশ হারিয়ে যাচ্ছে, তা ধরে রাখা প্রয়োজন। হালখাতা উৎসব উদযাপনের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মেলবন্ধনের সূচনা ঘটে।
মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়ের মালিক মো: নাজিম উদ্দীন বলেন, হালখাতা উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।
মেসার্স মুনিরীয়া ট্রেডার্সের মালিক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, হালখাতা উৎসব এখন আগের মতো নেই। এখন মানুষের মাঝে টাকা নেই। অনেক খুচরা বিক্রেতা এখন আসার কথা দিয়েও আসেনি অনেকে। এদিকে মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্সের মালিক মো : আব্দুর ছবুর বলেন, আগে হালখাতা উৎসব অনেক উৎসবমুখর ও জমজমাট ছিল। এখন হালখাতা উৎসবে আগের জৌলুশ তেমন একটা নেই। মানুষের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নেই। যে লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে হালখাতা উৎসব উদযাপন করছি, সে লক্ষ্ পূরণ করতে কষ্ট হবে। আর্থিক দূরাবস্থা দূর না হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।