রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর হরিনগর বাজারে চলছে সরকারি জায়গা দখল নিয়ে হরিলুট

Reporter Name
Update Time : রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।
 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর কয়েকদিন দেশে কোন সরকার না থাকায় প্রশাসনিক ব্যবস্থার কোন কার্যক্রম ছিল না। এ সুযোগে শ্যামনগর উপজেলার বড় বড় বাজার গুলিতে বিশেষ করে হরিনগর বাজার ও নওয়াবেকী তোহা মার্কেটে সরকারি জায়গা দখলের হরিলুট হয়। ৫ আগস্টের পর হরিনগর বাজারে কতিপয় ব্যক্তি সরকারি গাছ কেটে আত্মসাৎ সহ সরকারি জায়গা যে যার মত দখল করে নিয়ে ঘর বাধদে শুরু করে। বর্তমান প্রশাসনিক ব্যবস্থা সচল হলেও শ্যামনগর উপজেলার হরিনগর ও নওয়াবেকী বাজারে সরকারি জায়গা অবৈধ দখল নিয়ে হরিলুট চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন হস্তক্ষেপ। সরেজমিনে গেলে একাধিক ব্যক্তিরা ও ভূমি অফিস সূত্রে জানা যায়, হরিনগর বাজারে এলাকার আমিন মোড়লের ছেলে সৈয়দ আলী মোড়ল, গার্মেন্টস দোকানদার জাহাঙ্গীর, হানিফ গাজীর ছেলে নজরুল ইসলাম, হোটেল মুকুল, আরশাদ মিস্ত্রি ছেলে মামলা মিস্ত্রি ও ছবেদ আলীর ছেলের শহিদুল ইসলাম বাজারের মধ্যে কয়েক লক্ষ টাকার সরকারি গাছ কেটে আত্মসাৎ করে।  তবে এ বিষয়ে সৈয়দ আলী গাছ কাটার কথা অস্বীকার করলেও গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর জানান,তার দোকানের সামনের গাছ সৈয়দ আলী কেটে নিয়েছে, হোটেল মুকুল জানান, তার দোকানের সামনের গাছ আমি কাটি নাই কে বা কারা পেটে নিয়েছে। অবৈধভাবে ঘর নির্মাণকারীরা হলো বাণীব্রত মন্ডল, শ্যামাপদ মন্ডল, হযরত আলী লন্ডি, শহীদ মোড়ল, আক্তারুল মোড়ল, কওসার মোড়ল, শ্যামসুন্দর মন্ডল, আব্দুল গফফার মোল্লা, নজরুল ইসলাম, শাহরিয়ার মোড়ল, ইন্দ্রজিৎ মন্ডল, সঞ্চয় মল্লিক, আশুতোষ মোস্তফা গাজী, কামরুল সুবান গাজীি ও বিকাশ মণ্ডল। এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন আমি সম্প্রতি যোগদান করেছি, আমার আসার পূর্বে যিনি এখানে দায়িত্বে ছিলেন তার সময়ে বাজারে জায়গা দখল হয়েছে। আমি আসার পর বিষয়টি আমার  উর্দূতন কর্তৃপক্ষকে জানালে, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সাহেব হরিনগর বাজারে এসে সরেজমিনে দেখে ঘর বাধার কার্যক্রম বন্ধ করে দেন এবং যারা বেঁধে ফেলেছেন সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বৈধ কাগজপত্র করার জন্য ১৫ দিন সময় দেন। অথচ সরেজমিনে গিয়ে দেখা যায় অবৈধ দখলদাররা ঘর বাঁধা বন্ধ করেননি,তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল রিফাত সরকারি ট্রেনিং এ থাকায় তার মুঠো ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
##