শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জি এম রাজু আহমেদ
সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের প্রাচীন আমলের ঐতিহ্যবাহী কালীমন্দিরের মায়ের মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনাস্থল পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় তিনি চুরি হওয়া স্বর্ণের মুকুট উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নির্দেশ প্রদান করেন।
এদিকে স্থানীয় সনাতন ধর্ম অবলম্বীরা এর সময় উপদেষ্টার কাছে তারা মন্দিরের কমিটির সংক্রান্ত বিষয় নিয়ে নানা অভিযোগ তোলেন। একপর্যায়ে নিজেদের মধ্যে হট্টগোল বেধে যায়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জামাতের সাবেক স্থানীয় এমপি গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল আরিফ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তাইজুর রহমান, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মনির, জনপ্রিয় নিউজ পোর্টাল ভয়েজ অফ সুন্দরবন এর প্রকাশক সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা অসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শ্যামনগর সদরের নকিপুর জমিদার বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্ম অবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এরপর সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত আকাশলিনা ইকোপার্ক পরিদর্শন সহ সুন্দরবনের ভিতরে অবস্থিত কলাগাছিয়া ইকোপার্ক ভ্রমন করেন করেন।
##