সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দুর্গোৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তার পরিনাম শুভ হবে না: এড. সৈয়দ ইফতেখার আলী

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট: জি এমন রাজু আহমেদ

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি টেনে জেলা বিএনপি আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়; ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন-সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।

এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, বিএনপি প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি বলেন, নিরাপত্তাহীন মানুষের পাশে ঢাল হিসেবে দাঁড়াতে হবে।

 

তিনি বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। তারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছেন। ‘দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

 

সৈয়দ ইফতেখার আলী বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেড়যুগ ধরে সারা বাংলাদেশকে জেলখানায় পরিণত করেছিল। সেই বাংলাদেশ আজ কারামুক্ত। দেশ আজ আয়নাঘরমুক্ত। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে।প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ম, বর্ণের পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। নিরাপত্তাহীন মানুষের পাশে ঢাল হিসেবে দাঁড়াতে হবে। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। সম্প্রীতির অনন্য এদেশে সন্ত্রাসের কোন জায়গা নেই।

সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এসময় সনতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেন, আসন্ন শারদীয়া দুর্গোৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তার পরিনাম শুভ হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।

 

রবিবার আটুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুর রহমান মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিএম সোলায়মান কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পী, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন। উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আল হেলাল, শ্রমিক দলের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক রেজওয়ান, সহ-সভাপতি আব্দুল খালেক, শ্রমিক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, কৃষক দলের সাবেক সভাপতি আজাদ, স্বেচ্ছাসেবক দলের শ্যামনগর উপজেলার শাখার আহবায়ক কমিটির সদস্য জিএম রায়হান কবির, মুন্না, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ওয়েজকুরুনী আরাফাত, যুবদলের যুগ্ম-আহবায়ক আল মাহমুদ জনি, আব্দুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা আবু নাঈম ও আব্দুর রউফ গাজী, কালাম সরদার, ফরিদ সরদার, আব্দুল হাকিম, মিজানুর রহমান এছাড়া ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা কামাল।