সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট।।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে দৈনিক সমকাল প্রত্রিকায় দখল হামলা চাঁদাবাজিতে বিএনপি-যুবদল নেতাকর্মী, শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। তাতে বুড়িগোয়ালিনি ইউনিয়নের কিছু খবর ছাপা হয় যাহাতে ভুরুলিয়া ইউনিয়নের জমি দখলচেষ্টা, বুড়িগোয়ালিনীর ১০/১২ টি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়িতে হামলা এবং নীলডুমুরের একটি ঘঠনায় আমি জিএম রুস্তুম আলী আমাকে জরিয়ে একটি মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করা হয়।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ
আমার নাম জরিয়ে ভুরুলিয়া ইউনিয়নের জমি দখলচেষ্টা যে খবর ছাপা হয় সেটা আমি কল্পনাতেও আনতে পারিনা। এ ঘঠনার ব্যাপারে আমি কিছুই জানিনা, এরকম একটি উদ্ভট মিখ্যা বানোয়াট খবর প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রিয় কলম সৈনিক ভাইয়েরা
গত ৬ই আগষ্ট নীলডুমুরে আমার অত্যান্ত প্রিয় সহ-যোদ্ধা সাংবাদিক আব্দুল হালিম ও হুদা মালীর সাথে যে ঘঠনা ঘঠেছে
শুরুতে সেখানে আমি ছিলাম না এবং বিএনপির কোন মিছিলও ছিলনা এখানে অন্য একটি মিছিল থেকে ঘটনা ঘঠে বলে আমি খবর পেয়ে ওখানে গিয়ে আমার সহ-যোদ্ধা হালিম ও হুদা মালি থেকে তা শুনতে পাই এবং তাদের নিয়ে নীজ নীজ বাড়ীতে চলে যেতে সাহায্য করি।
জাতির বিভেক কলম সৈনিক বন্ধুগন
সংবাদে আমাকে জরিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১০/১২ টি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়িতে হামলার কথা উল্লেখ্য করা হয় যা এটিও আমার বিরুদ্ধে একটি উদ্ভট মিথ্যা অপ-প্রচার। কিছু দুষ্কৃতিকারি বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বাবু অসিম কুমার জোয়াদ্দার ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বাবু ডালিম কুমার ঘরামীর বাড়ীতে হামলা করে এ ছাড়া আর অন্য কোথাও কারো বাড়ীতে কোন প্রকার হামলা হয়নী, যে দুটি বাড়িতে হামলা হয়েছে এখানে আমি বা আমার প্রিয় সংগঠন বিএনপির কেউ ছিলনা, ক্ষতিগ্রস্থ দুজনই আমার অত্যান্ত প্রিয়জন। কিছু দুষ্কৃতিকারী নিজ স্বার্থ চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে দির্ঘদিন থেকে আমরা হিন্দু-মুসলিম এক সাথে চলে আসার সু-সম্পর্ক কে বিনষ্ঠ করার অপ-চেষ্ঠায় লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে প্রত্রিকায় মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রচার করছে। আমি এই মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির আমি একজন ক্ষুদ্র কর্মি, বিগত আওয়ামী দুঃশাসনের আমলে এলাকার কিছু দুষ্কৃতিকারীদের যোগসাজশে আমার বিরুদ্ধে নাশকতা আর গাড়ী পুরানোর মিথ্যা ৬টি মামলা দেওয়া হয় সে মামলায় আমি একে একে ৩ বার বেশ কিছুদিন কারাভোগ করি, বিগত আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে আমরা অনেক নিষ্পেষিত, নির্যাতিত হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রে নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় আমার জেলা ও উপজেলা নেতৃবৃন্দের আদেশে বিএনপি ও অঙ্গ সহ-যোগী সংগঠনের কোন নেতা কর্মী রাজনৈতিক প্রতিহিংসায় জড়ায়নি তারপরও এরকম মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রচার বন্ধে আপাদের সর্বাত্যক সহ- যোগীতা কামনা করে শেষ করছি আল্লা-হাফেজ।