সোমবার, ২৬ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
রিপোর্ট :ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগরে স্বজনদের মারধরের শিকার হয়ে আব্দুল আজিজ(৬৫) ও আব্দুল মাজেদ (৭০) নামে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে সাতটা ও দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুমঘাট কেওড়াতলী ও গাবুরার ডুমুরিয়া এলাকায় ঘটনা দু’টি ঘটে। তারা যথাক্রমে একই এলাকার মৃত আছিরউদ্দীন গাজী ও মৃত আরিফ গাজীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মৃতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় রোববার দুপুরের দিকে ডুমুরিয়া গ্রামের আব্দুল আজিজ ও তার ভাই আব্দুর রশিদের মধ্যে বাদানুবাদ হয়। যৌথ অর্থায়নে নির্মিত একটি দোকানের মালিকানা নিয়ে বাদানুবাদের একপর্যায়ে আব্দুর রশিদ তার ভাইকে ছাতা দিয়ে আঘাত করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে আব্দুল আজিজ মাটিতে পড়ে যেয়ে সঙ্গাহীন হয়ে পড়ে। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের নিকটাত্বীয় মিলন হোসেনের অভিযোগ দোকান ঘরের দখলকে কেন্দ্র করে তার খালুকে পিটিয়ে হত্যা করেছে অপর ভাই। তারা এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও মৃতরে অপর এক ভাই প্রভাব খাটিয়ে স্পষ্ট হত্যাকান্ডকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চালালেচ্ছন বলেও তার দাবি।
এদিকে উত্তোলনকৃত বয়স্ক ভাতার টাকা না দেয়ায় ক্ষুব্ধ ছেলের মারপিটের ঘটনায় আহত আব্দুল মাজেদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মৃতের ভাই আব্দুল করিম। তিনি অভিযোগ করেন গত শুক্রবার জুমা নামাজের পর বয়স্ক ভাতার টাকা দিতে অস্বীকার করায় তার ভাইকে ঈদগাহ মাঠের মধ্যে অসংখ্য মানুষের সামনে ফেলে কিল,ঘুষিসহ হাঁটু দিয়ে বুকে আগাত করে মারাত্বকভাবে আহত করে ছেলে সাইদুর রহমান। সেসময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাড়িতে অবস্থানের একপর্যায়ে রোববার সকালে তার মৃত্যু হয়।আব্দুল করিম জানান, এলাকায় ভাঙারির মালামাল বিক্রি করে বৃদ্ধ স্ত্রীকে নিয়ে সংসার চালাতেন ভাই আব্দুল মাজেদ। তবে নিজের বয়স্ক ভাতার টাকা না দেয়ার জেরে ছোট ছেলে বখাটে সাইদুরের মারধরের শিকার হয়ে দু’দিন পর তার মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে মৃতের ছেলেলা স্বভাাবিক মৃত্যুর প্রচারনা চালাচ্ছে। এলাকার শত শত মানুষ ছেলের নির্যাতনে মাজের মৃত্যুর বিষয়ে অবগত বলেও তিনি নিশ্চিত করেন। এঘটনায় মামলা করা নিয়ে দু’পক্ষের সৃষ্টি হয়েছে বলেও তার দাবি।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, দু’টি মৃত্যুর ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।